জাতির পিতার ভাস্কর্য ইস্যুতে সরব হচ্ছে আ.লীগ
নভেম্বর ২০ ২০২০, ১৭:৩৩
দেরিতে হ’লেও জাতির পিতার ভাস্কর্য ইস্যুতে সরব হচ্ছে আওয়ামী লীগ। দলটি বলছে, ধ’র্মান্ধ গোষ্ঠীর সঙ্গে কোনও আঁতাত বা সম’ঝোতা করছে না সরকার। সম’য়মতো এসব কর্মকাণ্ডের সমুচিত জবাব দে’ওয়া হবে রাজনৈতিকভাবে। তবে বুদ্ধিজী’বী মহলের দাবি, শুধু জ’ন্মশতবার্ষিকীতেই নয়, বঙ্গব’ন্ধুকে হেয় করার যে কোনো ধৃষ্টতার বিরুদ্ধে আরও বেশি সো’চ্চার থাকার দায়িত্ব নি’তে হবে আওয়ামী লীগকেই।
বাং’লাদেশের স্রষ্টা, স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা জা’তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজি’বুর রহমানের ভাস্কর্য নির্মাণে বা’ধা দেওয়ার ইস্যুতে, গত স’প্তাহ থেকেই বিরোধিতার নতুন উন্মাদ’নায় মেতেছে দেশের বেশ কয়ে’কটি ধর্মীয় সংগঠন। তাদের দা’বি, ভাস্কর্যের নামে মূর্তি স্থা’পনের কোনও উদ্যোগ তারা সফল হ’তে দেবে না দেশে।
মুসলিম দেশ সৌ’দি আরব, ইন্দোনেশিয়া মতো জা’য়গায় ভাস্কর্যের ব্যবহার পুর’নো হলেও বাংলাদেশে এর বি’রোধীতায় নেমেছে খেলাফতে ম’জলিসের মতো কিছু ধর্মীয় সংগঠন। মূ’র্তি ও ভাস্কর্যের পার্থক্যও মা’নতে নারাজ এমন দলগুলো’র অনুসারীরা।
বি’শ্লেষকরা বলছেন, মূর্তি ও ভা’স্কর্যের অপব্যাখ্যায় জাতির পি’তাকে পরিকল্পিতভাবে হেয় করা হচ্ছে।
ঢাকা বিশ্ববি’দ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মেস’বাহ কামাল বলেন, বঙ্গবন্ধুর জ’ন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে যখন বঙ্গ’বন্ধুর ভাস্কর্যের বিরোধিতা ক’রা হয়। তখন এর বিরুদ্ধে আওয়ামী’ লীগ সাংগঠনিকভাবে মাঠে না না’মে; তার মানে হচ্ছে এদেশে আরেকবার পাকিস্তান’কে পুনঃপ্রতিষ্ঠার পথে দেশকে ধাবিত ক’রা হবে।
ঘাতক দা’লাল নির্মূল কমিটির সভাপতি শা’হরিয়ার কবির বলেন, বঙ্গবন্ধুকে খলনায়ক হি’সেবে জনগণের সা’মনে পরিচিত করার একটা ক্ষে’ত্র তৈরি করে দিয়েছে। এর জন্য কে দা’য়ী হবে? হেফাজত যতটা দায়ী তার চেয়ে’ আমি স’রকারকে দায়ী করব।
ধর্মকে ব্য’বহার করে ভাস্কর্য নির্মাণে বাধা দি’য়ে, পশ্চাৎগামী গোষ্ঠী গ’ভীর ষড়যন্ত্রে নেমেছে বলেও ম’নে করেন বুদ্ধিজীবীদের কেউ কেউ।
শাহরিয়ার ক’বির আরও বলেন, আওয়ামী লীগের একজন নে’তা এটা নিয়ে কথা বলেনি। কেন ব’লেনি? তাদের শরীরে কি বঙ্গবন্ধুর উত্তরাধিকারীর রক্ত নে’ই। তা’রা কি বঙ্গবন্ধু আদর্শের অনুসারী নন। এ প্র’শ্নটা জাতির পি’তার জন্মশতবার্ষিকীতে আওয়ামী লীগ’কে করতে পারি?
মেসবাহ আ’রও বলেন, ধর্মের নামে য’খন ভাস্কর্য নিয়ে কথা বলা হয়। ত’খন ধর্মের নাম নিয়ে রা’জনীতির হাতিয়ার ব্যবহারের চেষ্টা হয়।
জাতির পি’তাকে অবমাননার এমন ঘটনায় কী ভা’বছে আওয়ামী লীগ ? এমন প্র’শ্নের জবাবে দলের এই নে’তা বলছেন, জনগণকে সঙ্গে নিয়ে স্বা’ধীনতাবিরোধীদের মোকাবিলা করা হ’বে সাংগঠনিকভাবেই।
বাংলাদেশ আও’য়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পা’দক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ব’লেন, ধর্ম ব্যবসায়ীদের বিরু’দ্ধে সাংগঠকিক’ভাবে কোনও কর্মসূচির প্রয়োজন আ’ছে বলে আমার মনে হয় না। এদে’র সঙ্গে কোনও আপস নেই। কো’নও সমঝোতার প্র’য়োজন নেই। অতীতে যেভাবে মো’কাবিলা করা হয়েছে, ভবিষ্যতে এ’কইভাবে করা হবে।
দেশের স’ফলতা ও সক্ষমতায় ঈর্ষান্বিত গো’ষ্ঠী, ধর্মীয় সংগঠনগুলোকে কা’জে লাগিয়ে অস্থিতিশীল পরি’স্থিতি তৈরি করতে চাইলেও, তা রুখে দেও’য়ার সব প্রস্তুতি র’য়েছে বলে জানাচ্ছে আওয়ামী লীগ।