নাসিরনগরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যু, গ্রেফতার ৩

Spread the love

ব্রাহ্মণবা’ড়িয়ার নাসিরনগরে ভুল চিকিৎসায় নাস’রিন আক্তার নামে এক কিশোরীর মৃ’ত্যুর অভিযোগ উঠেছে। গত’কাল শনিবার রাত সাড়ে ৮টায় নাসি’রনগর উপজেলা স্বা’স্থ্য কমপ্লেক্স সংলগ্ন মেঘনা মেডি’কেল সেন্টারে এ ঘট’না ঘটে।

নি’হত নাসরিন উপজে’লার গোকর্ণ ইউনি’য়নের নূরপুর গ্রামে’র আনোয়ার আলী’র মেয়ে। এ ঘটনা’য় পুলিশ নজ’রুল ইসলাম, আফজাল মিয়া ও রেশমা ঋষি না’মে তিনজনকে গ্রে’ফতার করেছে। গ্রেপ্তা’রকৃত নজরুল ইসলাম নাসিরনগর উপজেলা স্বা’স্থ্য কমপ্লে’ক্সের সাবেক ওয়ার্ড বয় ছিলে’ন।

নিহ’তের পারিবারিক সূত্রে জা’না গেছে, বছর দে’ড়েক আগে নাস’রিন বাম পা’য়ে আঘা’ত পান। সে সময় তার বাম’ পায়ের হাঁ’টুর উপরে’র অংশের হাড় ভে’ঙে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলে’জ হাসপাতালে ভ’র্তি করা হয়। প্রা’য় এক বছর চা’র মাস নাস’রিনকে ঢামেকে চিকি’ৎসা দেওয়া হয়। সেখা’নে তার পায়ে র’ড বসানো হয়।

গত’কাল শনিবার বিকেলে পা’য়ের রড খোলার জ’ন্য নাসরিনকে উপ’জেলার মেঘনা মেডিকেল সে’ন্টারে নিয়ে যা’য় তার পরিবারের লোক’জন। এলাকায় চিকিৎ’সক হিসেবে পরি’চিত নজরুল ইসলাম আ’ট হাজার টাকা’র বিনিময়ে পা’য়ের রড খুলে দি’বে বলে নাসরিনে’র পরিবা’রে সাথে চুক্তি ক’রেন।

শনি’বার রাত সাড়ে ৭টার দিকে পায়ে’র রড খোলা’র সময় নাসরিন মা’রা যায়। এ স’ময় নাসরিনের পরি’বার রাস্তা’য় হৈ-চৈ শু’রু কর’লে খবর পেয়ে পুলি’শ ঘটনাস্থ’লে পৌঁছে নাস’রিনের লাশ লা’শ উদ্ধা’র এবং নজরু’লসহ ক্লিনি’কের তিনজ’নকে গ্রে’ফতার করে।

নাসিরন’গর থানার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা এটিএম আ’রিচুল হক বলেন, এ ঘট’নায় নাসরি’নের পিতা বা’দী হয়ে রা’তে থানায় মামলা দায়ে’র করেছেন। আম’রা মামলার তি’ন আসামিকে গ্রে’ফতার করে রবি’বার সকালে আদা’লতে সোপর্দ ক’রেছি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »