গণপরিবহন চালুর দাবি অটোরিকশা শ্রমিক ফেডারেশনের

Spread the love

গণপরিবহন চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু (হালকাযান) পরিবহন শ্রমিক ফেডারেশন।

বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক।

তারা বিবৃতিতে বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশে দীর্ঘ দুই মাস গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চালকরা এখন অনাহারে, অর্ধাহারে জীবন কাটাচ্ছেন। চালকদের ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। এছাড়া জেলা প্রশােকের কাছে ত্রাণের দাবিতে চালকদের লিখিত তালিকাও দেয়া হয়েছে। কিন্তু সুফল পাওয়া যায়নি।

নেত্রীবৃন্দ বলেন, সরকার দোকান, শিল্প কারখানা, শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নেয়নি। জীবিকা না থাকায় চালকরা আজ মানবেতর জীবনযাপন করছে, রাস্তায় ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করছে।

তারা বলেন, আমরা আগেই বলেছি শ্রমিকদের ত্রাণ দিন, সরকারের ঘোষণা অনুযায়ী প্রণোদনা দিন, না হয় কাজ দিন। তাই সরকারের কাছে আবারও গণপরিবহন চালু করার আহ্বান জানাচ্ছি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »