২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা

দেশের জেলেরা না খেয়ে মাছ ধরা থেকে বিরত অথচ ভারতীয়রা মাছ ধরে নিচ্ছে

Spread the love

বরগুনায় জেলেদের মানববন্ধন

করোনা পরিস্থিতিতে এরকম মানববন্ধন কোন ভাবেই কাম্য নয় । নেই সমাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি । কিন্তু পেটের ক্ষুধা ও দারিদ্রতা মানুষকে রাস্তায় নামতে বাধ্য করে । মানববন্ধনে উপস্থিত জেলেরা বলেন  ‘ভিক্ষা করা আর আত্মহত্যা করা ছাড়া পথ খোলা নেই’ ‘‘ তাহলে কি শক্তি যার মাছ তার – বারবার জলসীমা লঙ্গনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।

বাংলাদেশী জলসীমায় প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় অথচ একই বঙ্গোপসাগরে ভারতের জেলেরা তখন নিবির্ঘ্নে মাছ ধরে নেয়, তাছাড়া বাংলাদেশী জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করেও ভারতীয়রা মাছ ধরে নেয়।

এ ছাড়া ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা থেকে বিরত থাকে বাংলাদেশের জেলেরা। এ সময়েও ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যায়। এতে ভারতীয় জেলেরা সাবলম্বী হচ্ছে আর বাংলাদেশী জেলেরা অসহায় হয়ে পড়ছে।
জেলেদের এই যৌক্তিক দাবীর প্রতি সংহতি প্রকাশ করেছেনে জেলে নেতারা তারা বলেন  কতৃপক্ষ এর দৃস্টি আকর্ষন করছি ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »