লালমোহনে
পিটিয়ে শিক্ষকের পা ভেঙ্গে দেওয়া
ফেব্রুয়ারি ১২ ২০২৩, ১৮:৫৮
‘‘পিটিয়ে শিক্ষকের পা ভেঙ্গে দেওয়া’’
লালমোহনে স্কুল শিক্ষককে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মানববন্ধন পারভীন আক্তার, লালমোহনঃ ভোলার লালমোহনে স্কুল শিক্ষককে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় হামলাকারীর বিচার দাবীতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থী ও শিক্ষকগণ। রোববার দুপুরে লালমোহন দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এই মানববন্ধন করে।
গত বৃহস্পতিবার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মো. রুহুল আমিনকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার চাচাতো ভাই নৌ বাহিনীর সদস্য আনোয়ার হোসেন ছুটিতে বাড়ি এসে ভাই নুরে আলম ও বাবা শাহেল আলমসহ পিটিয়ে পা ভেঙ্গে দেয়। আহত শিক্ষক রুহুল আমিনকে স্থানীয় হাসপতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম, প্রাক্তন ছাত্র শামিম মিঝি ও মিজান ফরাজী।
ধর্ষণে অন্তঃসত্ত্বা এনজিও কর্মী
https://www.youtube.com/@jholoktv7002