মো: জহিরুল ইসলামের বাউল গান

Spread the love

বাউল গান

গানের কথা ও সুর : মো: জহিরুল ইসলাম

প্রাণের বান্ধব রে

সুযোগ পাইলে দেইখা যাইও আমারে

তোমার বন্ধু কেমন আছে

কেমনে দিন কাটেরে ।।

 

শীত গেলো বর্ষা গেলো

আইলো নতুন দিন

তোমার বন্ধুর দিন কাটেনা

শুধু তুমি বিন

তুমি বন্ধু কেমন আছো

কোন সুখে মজিয়ারে ।।

 

আইসো বন্ধু সময় করে

আইসো কোনো দিন

তোমার লাইগা চাইয়া আছি

লাগায়া দুর্বিন

দুর্দিন আমার কাইটা যাবে

তোমার দেখা পাইলেরে ।।

 

 

জিন্দা থাকতে যদি না আও

হইলে মরন

আইসো বন্ধু কবরের পার

করিতে স্মরণ

পরপারে হইবে দেখা

সৃষ্টিকর্তা চাইলেরে । ।

সাহিত্য পাতায় আজকের কবিতা ‘‘ প্রিয় রং ‘’

https://www.youtube.com/watch?v=qa732gGv04A&t=3s



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »