বাংলাদেশ মঙ্গোলিয়া ম্যাচ ড্র হয়েছে

Spread the love

আজকের ঝলক

 

বাংলাদেশ বনাম মঙ্গলিয়ার মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। বাংলাদেশ অনেকগুলো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।

পুরো ম্যাচ দেখতে ক্লিক করুন https://www.facebook.com/watch/live/?ref=search&v=693354295434143

২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান যৌথভাবে এশিয়ায় বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে। এই বিশ্বকাপের বাছাইয়ের খেলা হয় ২০২১ সালে। ৫ ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছিল মঙ্গোলিয়া। প্রথম ম্যাচে তিন গোলের মধ্যে দুটি আলফাজের এবং একটি রোকনুজ্জামান কাঞ্চনের। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দুই গোলই ডিফেন্ডার সুজনের।

মঙ্গোলিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ ম্যাচ খেলে তখন ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৪৬ নম্বরে। এখন ৪০ নিচে। আলফাজ, কাঞ্চন, সুজন ছাড়াও সেই ম্যাচ দুটি খেলেছিলেন গোলকিপার আমিনুল, রজনী, হাসান আল মামুন, নজরুল, ফিরোজ মাহমুদ টিটু, মনোয়ার, সাইফুর রহমান মনি, ইকবাল, মতিউর মুন্না, গোলকিপার আপেল প্রমুখ। কোচ ছিলেন অস্ট্রিয়ান জর্জ কোটান। সেই দলের মিডফিল্ডার ইকবাল বর্তমান জাতীয় দলের ম্যানেজার এবং উইংব্যাক হাসান আল মামুন সহকারী কোচের দায়িত্ব পালন করছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে।

বাংলাদেশ বনাম মঙ্গলিয়ার খেলার ফলাফল

আরো পড়ুন জগন্নাথপুরের কৃতি ফুটবলার নামজুলের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »