রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে আহত চার

Spread the love

আজকের ঝলক নিউজ; নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে চারজন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনার সময় তারা ওই প্রকল্পে কাজ করছিলেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

গার্ডারটি কীভাবে ভেঙ্গে পড়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দু’জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশী। তাদের উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হয়েছে।

দুর্ঘটনার ফলে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এয়ারপোর্ট – আবদুল্লাহপূর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী সহ সাধারণ মানুষজন।

বর্তমানে ওই এলাকায় যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »