কলাপাড়ায় বিজয় দিবসে বিজয়ের নাটক “বিবি সাব” ॥

ডিসেম্বর ১৪ ২০২০, ০১:৫১

Spread the love

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি     ঃ   কলাপাড়ায় মহান
বিজয় দিবস উপলক্ষে মঞ্চাস্থ হবে মুক্তিযুদ্ধ ভিক্তিক নাটক “বিবি সাব”।
উপজেলা প্রসাশনের আয়োজনে স্থানীয় বাউল সংঘের উদ্যোগে ১৬ ডিসেম্বর
সন্ধ্যায় পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্সে এ নাটকটি অনুষ্ঠিত
হবে। বসে নেই কলা-কুশলীরা, চলছে শেষ মূহুর্তের দিনভর মহড়া। আব্দুল্লাহ্
আল মামুনের রচনায় ও স্বজল কর্মকারে পরিচালনায় এ নাটকটিতে মোল্লার চরিত্রে
অভিনয়ন করবেন এ অঞ্চলের গম্ভিরার নানা হিসেবে খ্যাত শিল্পী শামীম
ব্যাপারী। আর বিবি সাব’র চরিত্রে অভিনয় করবেন খাদিজা আক্তার। এছাড়া
মুক্তিযুদ্ধের স্বপক্ষে চরিত্রে অভিনয় করছেন গাজী মো.বাবুল, মহিবুর রহমান
মুহিব ও আবু তালেব।

নাটকের কলা কুশলীদের সূত্রে জানা গেছে, স্থানীয় কৌতুক শিল্পী স্বজল
কর্মকারের পরিচালনায় এ নাটকটিতে অভিনয় করবেন বাউল সংঘের প্রবীন শিল্পী
দলিল উদ্দিন, আব্বাস উদ্দিন, দুলাল, ফিরোজা আক্তার, হোসনেয়ারা, হারুন
দেওয়ান, নাসিমা, আ:রহিম, আলম, দেলোয়ার, আব্দুল আজিজসহ আরো বেশ কয়েজন
স্থানীয় শিল্পী। মাহবুবুর রহমান আজাদের শিল্পী নির্দেশনায় মেঘদূত এর
সাজসজ্জায় এ নাটকটি মঞ্চায়ন করা হচ্ছে।

নাটকটির স্বার্বিক তত্বাবধায়ক শামীম ব্যাপারী বলেন, এটি সম্পূর্ণ
মুক্তিযুদ্ধ ভিত্তিক। স্থানীয় শিল্পীরা এতে অংশ গ্রহন করেন। এ নাটকটি
মঞ্চায়নের জন্য মাস ব্যাপী মহড়া করা হয়েছে। এখন চলছে শেষ মূহুর্তের
প্রস্তুতি। তবে স্বাস্থ্য বিধি মেনে ১৬ ডিসেম্বর পৌর শহরের শহীদ শেখ
কামাল স্মৃতি কমপ্লেক্সের মঞ্চে এ নাটকটি অনুষ্ঠিত হবে।

কলাপাড়া শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক মোস্তফা জামান সুজন বলেন, বিজয়ের
মাসে কলাপাড়া বাউল সংঘের পরিবেশনায় এ নাটকটি আগামীর প্রজন্মকে মুক্তি
যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে। একই সাথে সুস্থধারার সংস্কৃতিচর্চার
পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি জানিয়েছেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »