আমার চলে যাবার পরে আমার ভাস্কর্যও হতে পারে : হিরো আলম
ডিসেম্বর ০৭ ২০২০, ০২:১৫
বর্তমানে ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই সময় বাংলাদেশের মডেল, অভিনেতা ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত-বিতর্কিত হিরো আলম বলেছেন, ভাস্কর্য যারা বানিয়েছেন তারা রাখার জন্যই বানিয়েছেন। ভাস্কর্য নিয়ে কে কী বললো তা দেখার সময় নেই আমাদের, দেশে ভাস্কর্য আছে থাকবে।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন।
আমিও মানুষের মনে জায়গা করে নিয়েছি। মানুষ এখন আমাকে অনেক ভালবাসে। তাই আমার চলে যাবার পরে আমার ভাস্কর্যও বানাতে পারে।
সূত্র ourbangladeshbd