ডিভোর্সির সঙ্গে নতুন করে ডেটিংয়ে যে বিষয়গুলি মনে রাখবেন

সেপ্টেম্বর ১৪ ২০২০, ২১:৪৩

Spread the love

আজকের ঝলক ‍নিউজ ।

মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন অনুযায়ী প্রতিটি বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে। কার সঙ্গে কার বিবাহ, কত তারিখে, কোথায়, কত টাকা দেনমোহর ধার্য করে এবং কী কী শর্তে বিবাহ সম্পন্ন হলো তার সকল বিবরণ সরকারি নথিতে লিখে রাখাই হলো বিবাহ নিবন্ধন বা কাবিন। নির্ধারিত যে ফরম পূরণ করে বিবাহ নিবন্ধন করা হয়, তাকেই নিকাহনামা বা কাবিননামা বলা হয়।

বিবাহ যেমন রেজিস্ট্রি করতে হয় তালাক দেওয়ার বিধিও তেমন । তবে মুখে বল্লেই তালাক হয়না । মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এখতিয়ারভুক্ত বা সংশ্লিষ্ট নিকাহ্ রেজিস্টার বা কাজীর মাধ্যমে তালাক দিতে হবে এবং তালাকের নোটিশ স্ত্রী’কে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে পাঠাতে হবে । চেয়ারম্যান দুইপক্ষ থেকে দুজনকে ডেকে সালিশ পরিষদ গঠন করে আলোচনা করে দেখবেন মিমাংসা করা যায় কিনা যদি সম্ভব না হয় ৩ মাস অপেক্ষা করতে কারণ সন্তান গর্ভে থাকা অবস্থায় তালাক হবেনা ।

যাঁকে মনে ধরেছে সেই মানুষটি হতেই পারেন ১ বা ২ সন্তানের বাবা-মা। কিন্তু তাতে ডেট করতে বাঁধা কোথায়? প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে মাঝেমধ্যেই ইচ্ছে করবে।

কিন্তু এসবের মাঝে তাঁর সন্তানকে তো অগ্রাহ্য করলে চলবে না! তিনিও তা চাইবেন না। নিজেরা একান্তে সময় কাটাতেই পারেন, কিন্তু আপনি যএ তাঁর সন্তানকে আপনাদের মাঝে পছন্দ করছেন না, এননটা যেন না হয়! কাজেই হবু সঙ্গীর সন্তানকে আপন করে নেওয়াই তাঁর মন জয় করার প্রথম পদক্ষেপ আপনার ক্ষেত্রে।

যদি লং-টার্ম সম্পর্কে যেতে চান, তাহলে আপনার সঙ্গীর পাশাপাশি কিন্তু তাঁর সন্তানেরও পছন্দ-অপছন্দ জানাটা জরুরী।

সঙ্গীর মতোই তাঁর সন্তানের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হতে পারেন আপনি, কিন্তু উত্তেজনায় খুব তাড়াহুড়ো করে ফেলবেন না। ধীরে সুস্থে তার ব্যাপারে জানুন, বুঝুন। হতে পারে প্রথম দেখাতেই শিশুটির আপনাকে পছন্দ নাই বা হতে পারে।

ডেটিং করার ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো বিবেচনা করতে হবে । ছবি সংগৃহীত ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »