এবার টিভিসিতে জুটি বাধলেন নিপুণ ও ইমন
এপ্রিল ১০ ২০২২, ০৫:০৯
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে নিপুণ আক্তার ও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ইমন নির্বাচন করেন। এই নির্বাচন নিয়েই এতোদিন ব্যস্ত ছিলেন তারা দুজন।
নির্বাচন পরবর্তী সাধারণ সম্পাদকের পদের ইস্যুটি এখন আদালতে বিচারাধীন থাকলেও। তারপরও শিল্পী সমিতির দায়িত্ব পালন করে যাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ। এরই মধ্যে ফিরলেন কাজেও। নিজ প্যানেলের ক্রিয়ারা সম্পাদককে নিয়েই ফিরলেন কাজে। এটি শরিষার তেলের একটি বিজ্ঞাপন। নির্মাণ করছেন বাপি সাহা।
শনিবার নায়ক ইমনের জন্মস্থান নরসিংদীতে শুরু হয় এই বিজ্ঞাপনের শুটিং।
ইমন আমাদের প্রতিবেদক তুষার ইমরান কে জানান যে, ‘নিজের এলাকায় শুটিং করছি দারুণ ভালো লাগা কাজ করছে। আর এর মাধ্যমে দীর্ঘদিন পর আমি আর নিপুণ একসঙ্গে কাজ করছি। এখন নিপুণ তো আমাদের নেত্রী। তাই নতুনভাবে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা হচ্ছে নতুন ভাবে।’
পরিচালক আমাদের জানালেন শীঘ্রই বিজ্ঞাপনটি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।