ইবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের বিদায়

জানুয়ারি ১৮ ২০২২, ২৩:১৯

Spread the love

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রথম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮জানুয়ারি) বিভাগের ৩৩০ নং কক্ষে সকাল সাড়ে ১১ টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক শেরিনা বিথী, ওবায়দুল হক ও রিপনউজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিদওয়ানুল হক ও সাইফুনাহার লাকি।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় বিভাগের সব বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »