ইবিতে ‘ইসলামে পিতা-মাতার ভরণ-পোষণে প্রচলিত আইন’ বিষয়ে সেমিনার
সেপ্টেম্বর ০৮ ২০২১, ১৯:২২
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইবি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘পিতা-মাতার ভরণ-পোষণে প্রচলিত আইন; ইসলামী দৃষ্টিভঙ্গি’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ধর্মতত্ত্ব অনুষদের সভাকক্ষে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন আব্দুল আজিজ। তার গবেষণায় তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান।
বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান।
আলোচক ছিলেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন।