কমছে সোনার দাম

সেপ্টেম্বর ২২ ২০২০, ১৫:৩৮

Spread the love

দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৪৭ ডলার; অর্থাৎ প্রতি ভরিতে কমেছে প্রায় সাড়ে ১৯ ডলার।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১৯০২.২৭ ডলারে; যা আগের দিনের তুলনায় ১০.৪৯ ডলার কম। সোমবার (২১ সেপ্টেম্বর) সোনার আন্তর্জাতিক বাজারে লেনদেন শেষ হয়েছিল ১৯১২.৭৬ ডলারে। এদিন, বেশ বড় পতনের মুখে পড়েছিল সোনার দাম। একদিনেই প্রতি আউন্সে ৩৭.২৪ ডলার দাম কমেছিল সোনার দাম। অর্থাৎ দেড় দিনেই ৪৭ ডলার কমেছে প্রতি আউন্স সোনার দাম।

 

তবে, রোববার (২০ সেপ্টেম্বর) কিছুটা উর্ধমুখী প্রবণতা ছিল সোনার বাজারে। এদিন, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয় ১৯৫৩.১৬ ডলারে; আগের দিনে তুলনায় যা ৩ ডলার বেশি।

শনিবারও (১৯ সেপ্টেম্বর) উর্ধমুখী প্রবণতাতেই লেনদেন হয় সোনা। বিশ্ববাজারে ১৯৫০.৩৯ ডলারে বিক্রি হতে দেখা যায় প্রতি আউন্স সোনা। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি (০.৩৯ ডলার)।

এর আগে (১৮ সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার সর্বশেষ দাম ছিল ১৯৫০ ডলার। এদিন, বাজা’রে প্রতি আউ’ন্সে দাম বাড়ে ৪.৯৪ ডলা’র। ১৭ সেপ্টেম্ব’র প্রতি আ’উন্স সোনার সব’শেষ দাম ছিল ১৯৪৫.০৬ ডলার। এদিন, সো’নার দা’মের বেশ বড় ধরনের প’তন হয়। আ’গের দি’নের তুল’নায় ১৩.৬৯ ড’লার কমে এক আ’উন্স সো’নার দাম। ১৬ সে’প্টেম্বর ১৯৫৮.৭৪ ড’লারে থামে সো’নার দাম। দিন শেষ সো’নার দাম বাড়ে ৩.১৫ ড’লার। এর আ’গের (মঙ্গ’লবার) দিন হাত’বদল হতে হতে সো’নার দাম কমে ১.১৩ ড’লার। দিন’শেষ হয় ১৯৫৫.৬০ ড’লারে। ১৪ সে’প্টেম্বর (সোম’বার) হাত’বদল শেষে প্রতি আ’উন্সের সো’নার দাম দাঁড়া’য় ১৯৫৬.৭২ ড’লারে। যা এর আ’গের দি’নের সব’শেষ দা’মের চেয়ে ১৫.২২ ড’লার বেশি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »