এবার অনলাইনেও মিলবে টিসিবি’র পেঁয়াজ

সেপ্টেম্বর ২০ ২০২০, ১৪:৩২

Spread the love

অন’লাইনে ট্রেডিং করপো’রেশন অব বাংলা’দেশ- টিসিবি’র পেঁয়াজ বিক্রি কার্য’ক্রমের উদ্বোধন করেছেন বাণিজ্য’মন্ত্রী টিপু মুনশি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এই কার্য’ক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় মন্ত্রী বলেন, বাজারে পর্যা’প্ত পেঁয়াজ রয়েছে। মজুদও রয়েছে পর্যাপ্ত পরিমাণ। তাই অস্থির হয়ে পেঁয়াজ না কেনার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

ভার্চু’য়াল মাধ্যমে আয়ো’জিত এই উদ্বো’ধনী অনুষ্ঠানে জানানো হয়, অন’লাইনে অর্ডার দিয়ে এক’জন ক্রেতা ৩৬ টাকা কেজি দরে এক’দিনে আপাতত সর্বোচ্চ ৩ কেজি পেঁয়াজ কিনতে পার’বেন।

এদিকে, পেঁয়াজের দাম নিয়ন্ত্র’ণে রাখতে সর’কারি বিপণন সংস্থা টিসি’বিও তাদের ট্রাক’সেলে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি কার্য’ক্রম চালিয়ে যাচ্ছে। আগে শুক্র ও শনিবার এই কার্য’ক্রম বন্ধ থাকলেও গত শুক্র’বার থেকে প্রতিদিনই এই কার্যক্রম চালু করেছে সংস্থাটি। বর্তমানে ঢাকায় ৮০টি এবং চট্ট’গ্রামে ২০টি ট্রাকে পণ্য বিক্রি করছে প্রতি’ষ্ঠানটি। এছাড়া, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৫টি, রাজশাহীতে ৫ টি, খুল’নায় ৫টি, বরি’শালে ৫টি, সিলেটে ৫টি, বগু’ড়ায় ৫টি, কুমি’ল্লায় ৫টি, ঝিনাই’দহে ৩টি, মাদারিপুরে ৩টি ও বাকি জেলায় ২টি করে এই কার্য’ক্রম চালিয়ে আসছে টি’সি’বি। তবে, আঞ্চ’লিক কার্যা’লয়ভুক্ত উপ’জেলায় অতি’রিক্ত ৫টি ও বন্যা কবলিত জেলা ও উপ’জেলায় অতিরিক্ত ১৩টি ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »