একটি অফিসের সুনাম ও গুনগতমান নির্ভর করে একজন ম্যানেজারের উপরে

একজন দক্ষ ম্যানেজার যা করেন

ডিসেম্বর ০১ ২০২০, ১৪:৪৩

Ajkerjholok

Spread the love

আজকের ঝলক নিউজ :

একজন দক্ষ ম্যানেজার যা করেন ।

আমরা সবাই কম বেশী জানিযে একটি অফিসের সুনাম ও গুনগতমান নির্ভর করে একজন ম্যানেজারের উপরে । কারণ ম্যানেজার সব কিছু ম্যানেজ করে থাকেন । তাই একজন ম্যানেজারকে হতে হয় সৎ, নির্ভিক ও সঠিক সিদ্ধান্ত গ্রহনকারী । সঠিক সিদ্ধান্ত নিতে গেলে হয়তো সবসময় সবার পক্ষে যায়না । ম্যানেজার চেষ্টা করেন সব সময় সহকর্মী ও ব্যবস্থাপনার মধ্যে একটি সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখা তবে সব সময় সকলের কাছে ম্যানেজর জনপ্রিয় হতে পারেনা এজন্য বলা হয়ে থাকে ‘‘যদি আপনি সবার মন রক্ষা করতে চান তাহলে আপনি ম্যানেজার গিরি ছেড়ে আইসক্রিম বিক্রি করেন’’ এ কথা দিয়ে বুঝানো হয়েছে যে কাষ্টমারকে আইসক্রিম দিয়ে সন্তষ্ট করা যায় কিন্তু ম্যানেজার সবাইকে সন্তুষ্ট রাখতে পারেন না । কিন্তু ম্যানেজারকে সবার সাথে খাপ খাওয়াতে হবে যতটুকো সম্ভব কর্মীর সুযোগ সুবিধা ম্যানেজারকে নিশ্চিত করতে হবে কারণ কর্মী ছাড়া ম্যানেজারের কোন মূল্য নেই । তাই কর্মীর সন্তুষ্টি অর্জন করা ম্যানেজারের দায়িত্ব ।

একজন দক্ষ ম্যানেজার যা করেন ।https://www.youtube.com/results?search_query=jholok+tv
১. তার অধ:স্তনদের দক্ষ করে গড়ে তুলতে চেষ্টা করেন । এর মাধ্যমে তিনি নিজেও দক্ষ হন এবং একটি দক্ষ কর্মী বাহীনি গঠন করেন যাতে প্রতিষ্ঠানের অগ্রগতি ও সুনাম অক্ষুন্ন থাকে ।
২. ম্যানেজার প্রতিনিয়ত প্রশিক্ষণ প্রদান করেন এবং সভা পরিচালনা করে ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করেন ।
৩. ম্যানেজার সবসময় প্রতিষ্ঠানের মঙ্গলে কাজ করে থাকেন এবং সংস্থার যাতে ভালো হয় সে পদক্ষেপ গ্রহন করেন ।
৪. ম্যানেজার সব সময় স্বল্প খরচে বেশী সেবা গ্রহনের জন্য প্রতিষ্ঠানের পক্ষে দরকাষাকসি করে থাকেন ।
৫. ম্যানেজার হন কর্মী বান্ধব কারণ কর্মীদের খুব কাছ থেকে তাদের অবস্থা বিচার করতে পারেন ম্যানেজার ।
৬. বছর শেষে কর্মীর যোগ্যতা মূল্যায়ন করেন ম্যানেজার এ ক্ষেত্রে সব সময় সকল কর্মীর মন রক্ষা করা সম্ভব হয়না কিন্তু নিরপেক্ষ থেকে ম্যানেজারকে এই কাজটি পরিচালনা করতে হয় ।
৭. ম্যানেজাকে হতে হয় বন্ধুসূলভ কারণ যে কোন সমস্যা যাতে প্রতিষ্ঠানের যে কোন কর্মীগণ খুব সহজে ম্যনেজারকে বলতে পারেন ।
৮. ম্যানেজার হবেন ন্যায় বিচারক
৯. মানেজার হবেন একজন দক্ষ দলনেতা যার নেতৃত্বের প্রতি সবাই আনুগত্য প্রকাশ করবে ।
১০. ম্যানেজার হবে আচরণে ভালো ও নীতিতে অটল ।

লিখেছেন : মোঃ জহিরুল ইসলাম, সহকারী পরিচালক-জেন্ডার ও এ্যাকুয়াকালচার ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »