গল্পে গল্পে আইন শিখি

গরীবের মামলার ব্যায় বাংলাদেশ সরকার দেয়: মোঃ জহিরুল ইসলাম

Spread the love

আজকের ঝলক আইন-আদালত ডেস্ক:

গরীবের মামলার ব্যায় বাংলাদেশ সরকার দেয়

আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ কী এবং কেন, কারা সরকারি আইনগত সহায়তা পাবেন এবং কিভাবে পাওয়া যাবে?

► আইনগত সহায়তা প্রদান আইন ২০০০-এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন, দুঃস্থ এবং আর্থ-সামাজিক কারণে ন্যায়বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থীকে পরামর্শ প্রদান, আইনজীবীর ফি প্রদান, মামলার খরচসহ অন্যান্য খরচ বিনামূল্যে প্রদান করে সরকার।

► এই সহায়তা যারা পাবেন: ১. আর্থিক অসচ্ছলতার কারণে অধিকার প্রতিষ্ঠা করতে অসমর্থ ব্যক্তি ২. অসচ্ছল মুক্তিযোদ্ধা, বয়স্কভাতা, বিধবাভাতা বা ভিজিডি কার্ডধারী, দুঃস্থ মাতা ৩. এসিডদগ্ধ ও পাচারের ফলে ক্ষতিগ্রস্ত নারী ও শিশু ৪.ভূমিহীন ও খাসজমি বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি; ৫. পরিত্যক্ত, দুঃস্থ নারী ও সহায়সম্বলহীন প্রতিবন্ধী ৫. বিনাবিচারে আটক ব্যক্তি ৬. জেলা আইনগত সহায়তা কমিটি কর্তৃৃক বিবেচিত অসহায় ও অসচ্ছল ব্যক্তি।

► দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক যেকোনো মামলার (নতুন কিংবা চলমান) বাদী বা বিবাদী যে কেউ নির্দিষ্ট ফর্ম পূরণ করে রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা লিগ্যাল এইড অফিস থেকে আইনগত সহায়তা নিতে পারেন। উক্ত ফরম জেলা লিগ্যাল এইড অফিস বা কোস্ট ট্রাস্টের সিএলএস প্রকল্প অফিস থেকে সংগ্রহ করা যায়।

উল্লেখ্য যে , এই সেবা সংক্রান্ত তথ্য না জানার কারণে প্রতি বছর সরকারী বরাদ্দ ফেরৎ চলে যাচ্ছে যাতে গরিব মানুষ বিনামূল্যে আইনগত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। অতত্রব আমাদের সকলের সামাজিক দ্বায়িত্ব হলো এ সম্পর্কে নিজে জেনে অন্যকে জানানো।

মোঃ জহিরুল ইসলাম, এলএলবি

সহকারী পরিচালক-জেন্ডার ও কোস্টাল এ্যাকুয়াকালচার



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »