নাটকীয় জয়ে শীর্ষেই রইল গাজী গ্রুপ চট্টগ্রাম

ডিসেম্বর ০৯ ২০২০, ০২:২০

Spread the love

ম্যাচটা রোমাঞ্চ ছড়িয়েছে। যারা জি’তবে তারা উঠবে পয়েন্ট টেবিলের শীর্ষে। জিততে পারতো দুই দলই। তবে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আসরের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল গাজী গ্রুপ চট্টগ্রাম। জেমকন খুলনাকে তারা হারিয়েছে ৩ উইকেটে। ফলে টেবিলের শীর্ষেই রইল মিঠুনের দল।
টস হেরে ব্যাট করতে নামে জেমকন খুলনা। তবে শু’রুটা ভালো হয়নি। ১৫ রান করে জাকির হা’সানের বিদায়ের পর, ২৬ রান করে বিদায় নেন আরেক ওপেনার জহুরুল ইসলাম অমিও। সাকিব আবারো ব্যর্থ। এদিন করলেন ১৬ বলে ১৫ রান।

এই ম্যাচের মাধ্যমে দীর্ঘ ৯ মাস পর মাঠে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অ’ধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যোগ দিয়েছেন দুই অভিজ্ঞ টাইগার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে।

অলৌকিক কিছু করে দেখানোর আশায় মাশরাফী উঠে আসেন ৪-এ। রান আউটে ভেস্তে গেছে সে আশা। ১ রান যোগ হয়েছে তার ঝুলিতে।

ইমরুল কায়েসের ২৪, মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ আর শেষদিকে শুভাগত হোমের ১৪ বলে হার না মানা ৩২ রানের সুবাদে, ১৫৭ রানের চ্যা’লেঞ্জিং স্কোর পায় খুলনা।

জবাব দিতে নেমে ইনফর্ম লিটন দাস এ’দিন ফেরেন মাত্র ৪ রান করে। সৌম্য আর মাহমুদুল জয় মিলে চেষ্টা করেন শুরুর ধাক্কা সামলাতে। ১৯ রা’ন করে বিদায় নেন সৌম্য। জয়ের সংগ্রহ ২৪। অধিনায়ক মিথুনও ফেরেন ২৩ রান করে।

একাই লড়াই চালিয়ে গেছেন শামসুর রহমান শু’ভ। মোসাদ্দেক ১২ রান করে আউট হন। জিয়াউর রহমানও পারেননি শু’ভকে সঙ্গ দিতে। শেষদিকে নাহিদুলের ১০ বলে ১৮ রানের ছোটখাটো কিন্তু ঝড়ো ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। তবে মূল কাজটা সেরেছেন শুভ।

শেষ ওভারে দলের প্রয়োজন ছিল ৯ রা’ন। আল আমিনের করা ওভারটি উত্তেজনা ছড়ায়। তবে শেষ বলে ছয় হাঁ’কিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শামসুর রহমান। ম্যা’চসেরাও হয়েছেন তিনি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »