চাকরিপ্রার্থীদের জন্য সুখবর

Spread the love

করোনার ম’ধ্যেই আরও দুটি বিসিএসের প্র’জ্ঞাপন আসছে। এর ম’ধ্যে ৪২তম বিসিএসটি বি’শেষ এবং ৪৩তমটি সাধারণ। ৪২তম বিশেষ বি’সিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হা’জার। আর ৪৩তম বি’সিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন ক’র্মকর্তা নেওয়া হবে।

জনপ্রশাসন ও পি’এসসি সূত্র জানায়, আজ সোমবার (২৩ ন’ভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় পি’এসসিতে ৪৩তম সাধারণ বিসিএসের চাহিদা পা’ঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মোট ১ হা’জার ৮১৪ পদের চাহিদা পা’ঠিয়েছে। এতে শিক্ষায় নেওয়া হবে সবচেয়ে বেশি। এ’খানে পদসংখ্যা ৮৪৩টি। এ ছাড়া প্র’শাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অ’ডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, স’মবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অ’ন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নি’য়োগ দেওয়া হবে।

৪২তম বিশেষ বি’সিএসে ২ হাজার চিকিৎসকের নিয়োগের প্রক্রিয়া চূ’ড়ান্ত করেছে পিএসসি।

পিএসসি সূ’ত্র জানিয়েছে, বিশেষ বিসিএসে নি’য়োগ দিতে হ’লে বিধিমালা সং’শোধন করতে হয়। তা’রা সে’ই প্রক্রিয়া শেষ করেছে। বুধবার পিএসসি বি’শেষ সভা আহ্বান করেছে, সেখানে ৪২তম বি’সিএসের বিজ্ঞপ্তি প্র’কাশের তারিখ চূড়ান্ত হবে। আর এর পরের স’প্তাহে ৪৩তম বি’সিএসের বিষয়ে আ’লোচনা করবে পিএসসি।

এদিকে, ৪১তম বি’সিএসে প্রিলিমিনারি পরীক্ষার অপেক্ষায় আ’ছেন সাড়ে চার লাখের বেশি প্রার্থী। গ’ত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বি’জ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এতে বিভিন্ন প’দে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা র’য়েছে। এ ছাড়া ৪০ত’ম বিসিএসের লিখিত প’রীক্ষা নিয়েছে পিএসসি। এখন মৌ’খিক পরীক্ষার দিন ঘোষণার অপেক্ষায় আছেন প্রা’র্থীরা।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »