দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই

Spread the love

সেমিফাইনাল, ফা’ইনাল ম্যাচে বরাবরই ব্যর্থ হন রোহি’ত। তার দল যতই ৪ বার আই’পিএল জিতুক, গুরুত্বপূর্ণ ম্যা’চে রোহিত শর্মার ব্যা’টে রান থাকে না। চ’লতি আসরের দিল্লির বি’রুদ্ধে কোয়ালিফায়ারে ব্যর্থ হ’তেই চারিদিকে এভাবেই সমা’লোচনা শুরু হয়েছিল হি’টম্যানের বিরুদ্ধে।

কিন্তু দুবা’ইয়ে আইপিএলের ফাইনালে এ যেন এ’ক অন্য রোহিত শর্মা। চোট, অ’স্ট্রেলিয়া সিরিজে প্রথম’দিকে দলে নাম না থাকা- সকল কি’ছুর জবাব যেন এদিনই দিয়ে দিলেন। নি’জের ২০০ তম আইপিএল ম্যা’চে খেললেন অধিনায়কো’চিত ইনিংস। ইশান কিষান, ডি’ ‌কক, সূ’র্যকুমাররাও তাকে যো’গ্য সঙ্গ দিলেন। আর ব্যাটে-ব’লে দুরন্ত পারফরম্যান্সের সৌ’জন্যে পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে প’ঞ্চমবার আইপিএল খেতাব জি’তে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।

মঙ্গলবার (১০ নভেম্বর) ট’স জেতেন দিল্লি অধিনায়ক শ্রে’য়াস আইয়ার। কিন্তু প্রথমে ব্যা’টিংয়ের তার সিদ্ধান্ত ভু’ল প্রমাণিত হয়। কারণ এদিন প্রথম বলেই আ’বার আউট হন মার্কাস স্টো’ইনিস। দু’‌ওভার পর ২ রান ক’রে আউট হন আজিঙ্ক রাহা’নেও। আর দু’‌জনেই আউট করেন বো’ল্ট। অন্যদিকে, ১৫ রা’ন করে বোল্ড হন ধা”ওয়ানও।

এরপ’র অবশ্য পালটা লড়াই শুরু ক’রেন শ্রেয়াস আয়ার এবং ঋষভ প’ন্থ। দু’‌জনে মিলে ই’নিংসের হাল ধরেন। ঋষ’ভ ৩৮ বলে ৫৬ রানের ঝ’ড়ো ইনিংস খেলেন। মা’রেন ৪টি চার ও ২টি ছ’য়। শ্রেয়াস করেন ৫০ বলে অ’পরাজিত ৬৫ রান। নির্ধা’রিত ২০ ওভারে সাত উ’ইকেটে দিল্লি করে ১৫৬ রান। মু’ম্বাইয়ের হয়ে চার ওভারে ৩০ রা’ন দিয়ে তিন উইকেট নেন বো’ল্ট। তবে বুমরাহ কোনও উই’কেট পাননি।

জবাবে ব্যা’ট করতে নেমে শুরু থেকেই মা’রমুখী মেজাজে ব্যাট কর’তে থাকেন রোহিত-ডি’ ‌কক। ডি’ ‌কক ২০ রান করে আউট হলেও নিজস্ব স্বমহিমায় ব্যাট করতে থা’কেন রোহিত। তবে তার স’ঙ্গে ভুল বোঝাবুঝি’তেই ১৯ রা’নে রানআউট হন সূর্য’কুমার। এরপর ইশান কিশানকে সঙ্গে নিয়ে ‘রান তাড়া করতে থাকেন রোহিত। শে’ষে ৬৮ রানে যখ’ন আউট হন ম্যাচ তখন মু’ম্বাইয়ের পকেটে। ৫১ বলে এই রান করেন হি’টম্যান। মারে’ন ৫টি চার ও ৪টি ছয়। শেষ পর্যন্ত ই’শান এবং হার্দিক, পোলার্ড, ক্রু’নালরা মিলে মুম্বাইকে ৮ বল বাকি থাক’তেই জয় এনে দেয়।

দিল্লি ‘ক্যাপিটা’লস: ‌২০ ওভারে ১৫৬/‌৭ (‌শ্রেয়স ৬৫*‌, বোল্ট ৩/‌৩০)‌
মুম্বাই ইন্ডি’য়ান্স: ১৮.‌৪ ওভারে ১৫৭/‌৫ (‌রোহিত ৬৮, নর্ৎজে ২/‌২৫)‌

ফলাফল: মুম্বাই ইন্ডি’য়ান্স পাঁচ উইকেটে জয়ী।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »