রেকর্ড জুটি গড়ে পাঞ্জাবকে লজ্জায় ডুবালেন ওয়াটসন-ডু’প্লেসিস

Spread the love

আইপিএ’লের ইতি’হাসে চ’তুর্থ এবং চল’তি আ’সরে দ্বিতীয় সর্বো’চ্চ রানে’র পার্টনার’শিপের রেক’র্ড গড়লে’ন শেন’ ওয়া’টসন ও ফ্যা’ফ ডু’প্লেসিস।

রবি’বার দুবাই আন্তর্জা’তিক ক্রিকেট স্টে’ডিয়ামে রেক’র্ড ওপে’নিং জুটির পার্টনার’শিপে ভর করে পাঞ্জা’বকে রীতি’মত লজ্জা’য় ডু’বিয়েছে চেন্নাই সুপা’র কিংস। ১৭৯ রা’ন তাড়া করে ১০ উই’কেট আর ১৪ বল হা’তে রেখে জিতে’ছে তারা।

প্র’থম চারটি ম্যা’চে টানা তিন হার দেখ’তে হয়েছে সুপা’র কিংসের। আ’গের ম্যাচে ওপে’নিং জুটি’তে পরিব’র্তন ক’রেও সা’ফল্য আসেনি। কি’ন্তু পঞ্চম ম্যাচে সাফ’ল্য এলো। শুধু সা’ফল্য নয়, ওপে’নারদের ব্যাটে’ই প্রতিপক্ষ’ক্ষকে তিন ম্যা’চ পর জয়ে ফি’রল ধো’নির চেন্নাই সুপা’র কিংস। ওপে’নিং জুটিতে অ’বিভক্ত ১৮১ রান তো’লেন ওয়াট’সন ও ডু’প্লে’সিস।

চল’তি আস’রে ওয়াটসন ও ডু’প্লেসির জু’টির এই ওপেনিং পার্টনার’শিপ দ্বিতীয় সর্বো’চ্চ। এর আগে রা’জস্থান রয়্যা’লসের বিরুদ্ধে ১৮৩ রা’নের ওপেনিং পার্টনা’রশিপ গড়েছিলে’ন কিংস ইলে’ভেন পাঞ্জা’বের লোকে’শ রাহুল ও মায়াঙ্ক আ’গরওয়াল। আর আই’পিএলের ইতিহাসে স’র্বোচ্চ ওপে’নিং জুটির পা’র্টনারশিপের রেক’র্ড ভাঙার সুযো’গ হলো না’ ওয়াটসন-ডু’প্লে’সিসের। টা’র্গেট আর এক’টু বেশি হলে হয়তো সে’ই রেকর্ডও এদিন ক’রে ফেলতেন ওয়া’টসন-ডু’প্লেসিস।

আ’ইপিএলের ইতিহা’সে সর্বোচ্চ ও’পেনিং জুটির পার্টনা’রশিপের রেকর্ড এ’খনও সানরাইজা’র্স হায়দারাবাদের জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নারের। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৮৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন বেয়ারস্টো ও ওয়ার্নার।

১৭৯ রানের ল’ক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ব্যা’টসম্যানই খেলেছেন ‘সমান ৫৩ বল। ডু প্লেসিস ১১ বাউ’ন্ডারি আর ১ ছক্কা’য় অপরা’জিত থাকেনন ৮৭ রানে। ওয়াট’সন ৮৩ রান নিয়ে ছি’লেন, যে ইনিংসে তারও বা’উন্ডারি ১১টি, ছ’ক্কা ৩টি। ডু প্লেসিস ম্যাচের শেষ বলে চার হাঁকানোয় দু’জনের জুটিতে আসে ১৮১ রান।

এর আগে লো’কেশ রাহুলের দায়িত্ব’শীল ব্যাটিং আর নিকো’লাস পুরানের মার’কুটে ইনিংসে ভর ক’রে ৪ উইকে’টে ১৭৮ রানের চ্যা’লেঞ্জিং পুঁজি গড়ে’ছিল কিংস ইলে’ভেন পাঞ্জাব। তারপ”রও জয় নি’য়ে মাঠ ছাড়তে পারে’ন পাঞ্জাব।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »