চরফ্যাশনে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ্যাকবের আর্থিক সহায়তা।

সেপ্টেম্বর ২২ ২০২০, ১৬:২৬

Spread the love
 টর্নেডোর আঘাতে মাথা গোঁজার ঠাই বসতঘর হাড়িয়ে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে ভোলার চরফ্যাশন উপজেলার নদী ভাঙ্গা মানুষগুলোর।
হতাশায় ভুগে ৪দিন পর ক্ষতিগ্রস্ত এসব পরিবার এখন ঘর তোলার চেষ্টা করছেন। ঠিক এসময় আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সোমবার দুপুরে যুব ও ক্রিড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ি কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষ থেকে আসলামপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুরে আলম মাস্টার নগদ এ অর্থ সহায়তা বিতরন করেন।
এসময় উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাশেম মেলেটারি ও ইউনিয়ন চেয়ারম্যান শিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে ৩ হাজার ও ৫হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ পরিবারকে ত্রান সামগ্রী ও ১৫শ টাকা করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খুব শিগ্রই পুর্নবাসনের জন্য টিন ও নগদ আর্থিক সহায়তা দেয়া হবে।
গতো শনিবার মধ্যরাতে আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট এলাকায় হটাৎ টর্নেডো আঘাত হানে। এসময় ঘর চাপা পড়ে প্রায় ৩০জন আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। এদিকে ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক বসতঘর ভেঙ্গে গেলেও এখোনোও ঘুড়ে দাড়াতে পাড়েনি এসব অসহায় পরিবার।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »