ভোলায় জেলে পরিবারের নারীদের

অধিকার আদায়ে নেটওয়ার্কিং প্রশিক্ষণ

Spread the love

ভোলায় জেলে পরিবারের নারীদের অধিকার আদায়ে  নেটওয়ার্কিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ভোলায় জেলে পরিবার গুলোকে আরও শক্তিশালী ও সামাজিক ভাবে উন্নয়নের জন্য পরিবারের নারী সদস্যদের নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নারীদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে জেলে নারীদের বিকল্প অর্থনৈতিক উন্নয়নে  যাতে অবদান রাখতে পারে  এবং সরকারী সেবা সমূহ সাধারন মানুষের কাছে প্রকাশের লক্ষ্যে  কোস্ট ফাউন্ডেশন  এর ভোলা  সেন্টারের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গত  শনিবার (২৬-২৮ নভেম্বর২০২২) তারিখ  সকাল ৯ টায় কোস্ট ফাউন্ডেশন এর আয়োজনে সুইজ ব্যুরোর আর্থিক সহায়তায় কোস্ট ফাউন্ডেশন ভোলা অফিসের  হলরুমে  তিন দিনব্যাপী  প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চুমকি বেগম , কোস্ট ফাউন্ডেশনের  প্রজেক্ট অফিসার সোহেল মাহমুদ, প্রশিক্ষণে সভা সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা কামাল ।

কোস্ট ফাউন্ডেশনের  পক্ষে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের  প্রোগ্রাম ম্যানেজার রাশিদা বেগম, প্রশিক্ষণে  সার্বিক সহযোগিতা করেন প্রজেক্টের  হিসাব ও প্রশাসন অফিসার ইব্রাহীম।

প্রশিক্ষণে ২০ জন নারী নেত্রী অংশ গ্রহণ করেন। ৩দিনের এ প্রশিক্ষণে ভোলা সদর  উপজেলার নারী নেত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় ।

প্রশিক্ষণে যে সকল বিষয় নিয়ে আলোচনা হয়

নেটওয়ার্কিং কি? নেটওয়ার্কিংর গুরুত্ব, নেটওয়ার্কিং কেন প্রয়োজন, জেলে পরিবারের নারী সদস্যদের  সেবা প্রতিষ্ঠানের যোগাযোগের গুরুত্ব , জেলে পরিবারের নারী সদস্যদের নেটওয়ার্কিং  করতে বা সেবা পেতে সমস্যা সমূহ কি কি, জেলা /উপজেলা প্রশাসনের সেবা সমূহ, কৃষি,মৎস্য, প্রাণী , সমাজসেবা, মহিলা বিষয়ক, বিভাগের সেবা সমূহ, যুব উন্নয়ন,উপজেলা স্বাস্থ্য,রেডক্রিসেন্ড, ত্রান ও দুর্যোগ বিভাগের সেবা সমূহ, সকল সেবা প্রতিষ্ঠান সর্ম্পকে দলীয় আলোচনা করা হয়।

 জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, জেলে পরিবারে নারীদের স্বাবলম্বী হতে হলে নিজেদেরকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে এবং নেতৃত্ব দিয়ে নিজেদের অবস্থানকে আরো দৃঢ় করতে হবে। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে জেলে পরিবারের নারী সদস্যদের স্বাবলম্বী হওয়ার জন্য গুরুত্বরোপ করেন। তারা আরো বলেন, নিজেদের স্বাবলম্বী করতে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করতে হবে। নিজেদেরকে স্বাবলম্বী করতে পারলেই নেতৃত্ব দিতে পারবে আর নেতৃত্ব দিতে পারলেই সমাজে তাদের অবস্থান দৃঢ় থেকে দৃঢ় হবে।

এনজিও ক্যারিয়ারে যা করবেন

https://www.youtube.com/@dpededucation



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »