পার্বতীপুরে শারীরিক প্রতিবন্ধি ও মেধাবী শিক্ষার্থীর উপর হামলা 

Spread the love

পার্বতীপুরে শারীরিক প্রতিবন্ধি মেধাবী শিক্ষার্থীর উপর হামলা

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে এক ভূমিদশ্যুর লাঠিয়াল বাহিনীর হামলার শিকার হয়েছে জন্মগত শারিরিক প্রতিবন্ধি, দরিদ্র ও অদম্য মেধাবী কলেজ ছাত্র নাজমুজ শাকিব। প্রতিবেশী এক প্রভাবশালী গত ১৩ জুন শনিবার বিকালে ১৫-২০ জনের লাঠিয়াল বাহিনী নিয়ে প্রতিবন্ধি শাকিবের নিজ দখলীয় বসতবাড়ী জবরদখলের চেষ্টা চালায়। তারা বসতবাড়ী, টিনের ঘরে ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। বাধা প্রদান করায় প্রতিপক্ষ ও তার লাঠিয়াল বাহিনী শাকিব ও তার বাবা-মাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে তারা সকলেই আহত হয়। বর্তমানে শাকিব ও তার মা হোসনে আরা পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে  চিকিৎসাধীন রয়েছেন।

হামলাকারীরা শাকিবের বিকলাঙ্গ হাটুতে লাগানো কৃত্রিম পা জোর পূর্বক টেনে ছিড়ে নেয়। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে গলা টিপে হত্যার চেষ্টা করে। দরিদ্র পরিবারের সন্তান শাকিবকে ওই কৃত্রিম পা দান করেছিল স্থানীয় একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা। ওই পায়ের মূল্য ৫০হাজার টাকা।

শাকিবের অভিযোগ, প্রভাবশালী ওই ব্যক্তি যেকোন সময় পূনরায় তাদের বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে একমাত্র মাথাগোজার ঠাঁইটি জবর দখল করে নিতে পারে।

এব্যাপারে সে তার ও পরিবারের সকলের জীবনের নিরাপত্তা ও তাদের একমাত্র বসতবাড়ী রক্ষায় পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেছে।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইন্চার্জ মোখলেছুর রহমান ও ইন্সপেক্টর(তদন্ত) সোহেল রানা জানান, শাকিব ও তার পরিবারের লোকজন আহত অবস্থায় থানায় এসেছিল। তাদেরকে হাসপাতালে চিকিৎসা শেষে মামলা রুজু করার পরামর্শ দেয়া হয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »