চরফ্যাশনে বার বার নির্বাচিত ইউপি সদস্য সড়ক দূর্ঘটনায় নিহত
জানুয়ারি ১০ ২০২১, ১৮:৫৩

চরফ্যাশনে বার বার নির্বাচিত ইউপি সদস্য দূর্ঘটনায় নিহত
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: সড়ক দূর্ঘটনায় চার বারের নির্বাচিত ইউপি সদস্যের মর্মান্তীক মৃত্যু হয়েছে। রবিবার (১০জানুয়ারী) চরফ্যাশন উপজেলার বিআরডিবি সড়কে টেম্পু ও মোটর বাইকের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে বলে স্থানিয় সূত্রে জানা গেছে। দূর্ঘটনায় লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম কুট্টির ছেলে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আশ্রাফুল ইসলাম টুলু নিহত হয়েছেন। স্থানিয় প্রত্যক্ষদর্শীরা জানান, টেম্পুটি নিয়ন্ত্রন হাড়িয়ে দ্রুতগতীর মোটর বাইকটিকে ফেলে দিলে ঘটনাস্থলেই এইউপি সদস্য আশ্রাফুল ইসলাম টুলু নিহত হন।
এসময় মটোর বাইকে থাকা অপর আরোহী একই এলাকার প্রদিপ চন্দ্রের ছেলে জয় চন্দ্র গুরতর আহত হন। এসময় স্থানিয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চরফ্যাশন থানার ওসি মনির বলেন, নিহত ইউপি সদস্যের লাশ তার পরিবার সমন্বয়ের মাধ্যমে ময়না তদন্ত ছাড়াই নিয়ে গিয়েছে। ছবি প্রতিকী ।
বার্তা প্রেরক
এআর সোহেব চৌধুরী
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি