আজকের ঝলক নিউজ :- নোয়াখালী দত্তেরহাটের দত্তবাড়ির মোড়ে পিক আপের ধাক্কায় টিআই সোস্যাল নামে একটি এনজিও সংস্থার মহিলা কর্মী ঘটনাস্থলে নিহত।নোয়াখালী মেইন রোড এ ফোর লেন এর কাজ হলেও, মাঝখানে ডিভাইডার না থাকার কারনে বাড়ছে দুর্ঘটনা।
এলাকার লোকজন জানান প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা তারা যথাযথ ককর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।