বোদায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত
নভেম্বর ২২ ২০২০, ১৩:২৮

মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,প; গড় ঃ প; গড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় ভবেশ চন্দ্র রায় (৫৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং এ ঘটনায় মোটর সাইকেলের যাত্রী ফনি ভূষন ফনি (৪০) নামে আরও এক আহত হয়েছেন।
শনিবার দুপুরে প গড় জেলার বোদা উপজেলার সাকোয়া বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনাটি ঘটে।জানা যায়,নিহত মোটর
সাইকেল আরোহী ভবেশ চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শুকানপুকুড়ি ইউনিয়নের ঝাটিভাঙ্গা এলাকায় সমলু রায়ের ছেলে এবং ফনি ভূষন ফনি একই এলাকার শচীন রায়ের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দেবীগঞ্জ থেকে ভবেশ ও ফনি তারা দুজনে মোটর সাইকেল যোগে বোদা যাওয়ার সময় সাকোয়া এলাকায় গেলে এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুত গামী ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী ভবেশ চন্দ্র রায় মারা যায় এবং মোটর সাইকেলের পিছনে বসে থাকা ফনি রায়কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় দ্রুত উদ্ধার করে বোদা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান ট্রাকের ধাক্কায় মোট সাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।