দক্ষিণী নায়িকাকে বাদ দিয়ে
বুমরাহ বিয়ে করছেন স্টার স্পোর্টসের সঞ্চালিকাকে
মার্চ ১১ ২০২১, ১৩:১০
আজকের ঝলক খেলার খবর :
ক্রিকেটারদের বিয়ে নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই তাও যদি হয় মুমরাহ’র মতো ক্রিকেটার । এই সময় যিনি রয়েছেন ভারতীয় জাতীয় দলের অন্যতম বলার ।
ভারতীয় গণমাধ্যমের দাবি, সাঞ্জনা আর জসপ্রীত বুমরাহের বিয়ে গোয়াতে হবে৷ সাঞ্জনা আইপিএলের উপস্থাপনা করে নজরে আসেন৷ ২০১৯ বিশ্বকাপেও স্টার স্পোর্টসে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বভার সামলেছেন তিনি৷ এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সাঞ্জানা মডেলিংও করছেন৷ ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছেন তিনি৷
ব্যক্তিগত কারনে খেলেন নি সাম্প্রতী :
ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলেননি ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। খেলবেন না আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও ৷ ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জসপ্রীত বুমরাহ বিয়ে করতে চলেছেন। পাত্রী হচ্ছেন স্পোর্টস সঞ্চালিকা সাঞ্জনা গণেশন।
হঠাৎ করে সিন্ধান্ত বদলে বিয়ে করলেন বুবরাহ :
বুমরাহর বিবাহ নিয়ে উত্তাল নেট দুনিয়া। দিন কয়েক আগে দক্ষিণের নায়িকা অনুপামা পরমেস্বরানের সাথে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল জসপ্রীত বুমরাহর। কিন্তু ওই গুঞ্জন একেবারেই ভুয়া বলে উড়িয়ে দেন অনুপমার মা সুনিতা। এবার ভারতীয় গণমাধ্যমের দাবি, ক্রিকেট শো সঞ্চালিকা সঞ্জনা গণেসানের সঙ্গেই বিয়ে হতে যাচ্ছে বুমরাহর।
যদিও এখনো অনেকে মনে করেন বিয়ের আগ মুহুর্ত অবধি যে কোনো ঘটনা ঘটতে পারে ।
https://www.youtube.com/watch?v=WGVjKqK_Rpw&list=RDMMWGVjKqK_Rpw&start_radio=1