কাঁকড়ার পোনা (ক্র্যাবলেট) উৎপাদেনে সফলতা

করোনার মধ্যেও সফলতার উদাহরণ সৃষ্টি করেছে পিকেএসএফ-অর্থায়িত কাঁকড়া হ্যাচারিগুলো

সফল পিকেএসএফ-অর্থায়িত কাঁকড়া হ্যাচারি-ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম

Spread the love

করোনাযুদ্ধের মধ্যেও সফলতা সমুন্নত রাখার উদাহরণ সৃষ্টি করেছে পিকেএসএফ-র্অথায়িত কাঁকড়া হ্যাচারিগুলো

ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম

সিনিয়র মহা-ব্যবস্থাপক ও  PACE প্রকল্পের সমন্বয়কারী

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

ভিয়েতনাম হতে বাংলাদেশে পৃথম কাঁকড়ার হ্যাচারি প্রযুক্তি স্থানান্তর করে তা থেকে কাঁকড়ার পোনা (ক্র্যাবলেট) উৎপাদেনের মাধ্যমে দেশের উপকুলীয় অঞ্চলে বিকাশমান কাঁকড়া চাষ খাতের উন্নয়নের লক্ষ্যে পিকেএসএফ ও পিকেএসএফ-এর সহযোগী সংস্থা নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) বিগত ২০১৬ সাল হতে ইফাদ র্অথায়িত পিকেএসএফ-এর Promoting Agricultural Commercialization and Enterprises(PACE) প্রকল্পের আওতায় কাজ করে যাচ্ছে। এ টিতে এ পর্যন্ত ছয় লক্ষাধিক ক্র্যাবলেট উৎপাদিত হয়েছে। তবে এবারে হ্যাচারিতে কাঁকড়ার পোনা উৎপাদন কার্যক্রম শুরু করা হলেও করোনাজনিত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বিশেষতঃ আমদানী নির্ভর আরটিমিয়ার অভাবে (করোনার কারণে আরটিমিয়া আমদানী বন্ধ ছিল) ক্র্যাবলেট উৎপাদন ব্যাহত হয়েছে। তারপরেও করোনাকালেই এবারে মোট ৩৪,৫৮৫ টি ক্রাবলেট উৎপাদিত হয়েছে। করোনার ভয়াবহতার মধ্যেও কষ্ট করে উৎপাদন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ছাড়া আমাদের PACE-Team-এর ওয়াদা ছিল উদ্যোক্তা র্পযায়ে হ্যাচারি স্থাপন করে ক্র্যাবলেট উৎপাদন। সে ওয়াদা পূরণও সম্ভব হয়ছে।

PACE প্রকল্পের আওতায় পিকেএসএফ-এর সহযোগী সংস্থা কোস্ট ট্রাস্ট-এর তত্ত্ববধানে এক জন উদ্যোক্তা জনাব অং চিং বিগত ২০১৯ সালের অক্টোবর মাস হতে কক্সবাজারে কাঁকড়ার হ্যাচারিতে ক্র্যাবলেট উৎপাদন শুরু করনে। তাঁর হ্যাচরিতে বিগত বছর মাত্র এক সাইকেলে ক্র্যাবলেট উৎপাদন সম্ভব হয় প্রায় ২৬০০০ ক্র্যাবলেট। তবে এ বারে জনাব অং চিং-এর হ্যাচারিতে কাঁকড়ার পোনা উৎপাদন কার্যক্রম শুরু করা হলেও করোনাজনিত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বিশেষতঃ আমদানী নির্ভর আরটিমিয়ার অভাবে (করোনার কারণে আরটিমিয়া আমদানী বন্ধ ছিল) ক্র্যাবলেট উৎপাদন ব্যাহত হয়েছে। তারপরেও করোনকালেই এ বারে উদ্যোক্তা র্পযায়ের এ হ্যাচারিতে প্রায় ১৭০০০ ক্র্যাবলেট উৎপাদিত হয়েছে। করোনার ভয়াবহতার মধ্যেও কষ্ট করে উৎপাদন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উল্লেখ্য যে, এ ক্র্যাবলেটগুলো সফট্ সেল কাঁকড়া উৎপাদনে ব্যবহ্রত হচ্ছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »