টিআইবির গবেষণা
অবাদ তথ্য প্রকাশ করে যে সংস্থাগুলো
আগস্ট ০৭ ২০২১, ০৯:৫৪
তথ্য অধিকার আইন অনুযায়ী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বপ্রণোদিত তথ্য প্রকাশ চর্চার মূল্যায়ন
বিস্তারিত তথ্য গবেষণার প্রতিবেদন দেখতে ডাউনলোড করুন RTI Ranking_PPT_050821
টিআইবির গবেষণা যে কারনে গবেষণা করেছে ।
জনগণের তথ্য পাওয়ার অধিকারকে নিশ্চিত করার মাধ্যমে সুশাসন ও জবাবদিহি অর্জন টিআইবির অন্যতম কৌশল
‘তথ্য অধিকার আইন, ২০০৯’ প্রণয়নে টিআইবি’র অগ্রণী ভূমিকা পালন এবং আইনটির যথাযথ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে কার্যক্রম পরিচালনা
টিআইবি কর্তৃক ইতিপূর্বে পর্যবেক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঘাটতি চিহ্নিতকরণ; স্ব-উদ্যোগে তথ্য প্রকাশ ও প্রচারকে উৎসাহিত করাসহ বিভিনড়ব অধিপরামর্শ কার্যμম পরিচালনা
তথ্য প্রকাশ ও প্রচার বিধিমালা এবং স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজন স্বপ্রণোদিত তথ্য প্রকাশ ও প্রচার কিভাবে এবং কতটুকু করছে তার প্রাতিষ্ঠানিক মূল্যায়ন বা সুনির্দিষ্ট গবেষণার ঘাটতি বিদ্যমান
এ ঘাটতি পূরণসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে তথ্য প্রকাশের চর্চা এবং আধুনিক প্রযুক্তির মবর্ধমান ব্যবহারের ইতিবাচক প্রভাবকে বিবেচনায় রেখে ওয়েবসাইটের মাধ্যমে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের চর্চার মূল্যায়ন করার লক্ষ্যে এই গবেষণা ।
আরো পড়ুন কোস্ট ও নাগরিক উদ্যোগে নিয়োগ
ভিডিদে দেখুন https://www.youtube.com/watch?v=gRvJH8gjrkg