৩০ বছরের সম্পত্তি দখল করে নেয়ার অভিযোগে মসজিদের মুয়াজ্জিমের সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ১২ ২০২০, ০৮:৪৩

Spread the love

কলাপাড়ায় ৩০ বছরের সম্পত্তি দখল করে নেয়ার অভিযোগে মসজিদের মুয়াজ্জিমের সংবাদ সম্মেলন

 

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি      কলাপাড়ায় ৩০ বছরের সম্পত্তি দখল করে নেয়ার অভিযোগে মসজিজের মুয়াজ্জিম শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন । স্থানীয় চিহ্নিত ভূমি দস্যুদের অব্যাহত হুমকি-হামলার প্রানলাশের শংঙ্কায় আইনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে পরিজন নিয়ে । লিখিত বক্তব্য পাঠ করেন পৌর শহরের বড় সিকদার বাড়ি মসজিদের মুয়াজ্জিম সাইফুদ্দিন সিকদার। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।

 

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৩০ বছর পর্বে ৩টি দলিলমূলে বর্তমান পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের এস এ ২০ ও ২১ নং খতিয়ানে ৬২১ ও ৬২২ নং দাগে প্রকৃত মালিক আলতাফ হোসেন গংদের নিকট ০.৩৩ শতাংশ জমি ক্রয় করে কাঁচা ঘর নির্মন করে বসবাস করছি। সেখানে পৌরসভা থেকে পানির লাইন, বিদ্যুৎ সংযোগ রয়েছে।  এমনকি  ১৭ বছর আগে গাছে বাগান ও পুকুর খনন করা হয়েছে। ২০১৬ সালে নজরুল ইসলাম হাওলাদার গং হঠাৎ করে আমার  বসতবাড়ির অংশ দখল করার পায়তারায় লিপ্ত হয়ে হুমকি-ধামকি দিতে থাকে। এ ব্যাপারে ১১/১২/২০১৬ ইং তারিক স্মারক নং ৮৭ কলাপাড়া পৌরসভায় একটি অভিযোগ দায়ের করেছি। পৌরমেয়র বিষয়টি স্থানীয় কাউন্সিলর হাফজ মো: আল আমিন সিরদারের উপর দ্বায়িত্ব অর্পন করেন। ২৪/১২/২০১৬ ইং তারিখ কাউন্সিলর ও স্থানীয় সালিশ উভয় পক্ষের দলিলপত্র পর্যলোচনা করে আমার দলিল, দখল আইন-কানুন ন্যায়সংগত বিধায় নজরুল হাওলাদার গং ভবিষ্যতে কোন দাবী করবেনা এবং শান্তিপূর্ন ভোগ দখলে যাতে থাকতে পারে এ মর্মে আপোষচুক্তি পত্র সম্পন্ন করে উভয় পক্ষের সম্মিলিত স্বাক্ষর রাখা হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »