মোংলায় শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

জানুয়ারি ২৭ ২০২৫, ২১:৪৯

Spread the love

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি এন পি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মোংলা পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলী’র নিজ উদ্যোগে মোংলা পৌরসভার সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর শহরের ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল মাদ্রাসা মাঠ চত্বরে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে নিজ হাতে নানা বয়সী মানুষের মাঝে কম্বল বিতরন করেন। সময় পৌর বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গরীব, অসহায়, অসচ্ছল পরিবারগুলো এমন সহযোগিতা পেয়ে খুশি। পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলী বলেন, পৌর বিএনপির আয়োজনে আমার নিজ অর্থায়নে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শতাধিক অসচ্ছল গরিব পরিবারের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি সব সময় গরিব-দুখী মেহনতী মানুষের পাশে সুখ-দুঃখে আছে এবং থাকবে এবং অদূর ভবিষ্যতে বিএনপি’র পক্ষ থেকে সাধারণ মানুষকে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এসময়, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক এমরান হোসেন, যুবদল নেতা মো. আলাউদ্দিন, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকসহ পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »