বরিশালের কবিতা

প্রথম দেহা; মো: জহিরুল ইসলাম

Spread the love

প্রথম দেহা

মো: জহিরুল ইসলাম

তোমার লগে মোর প্রথম দেহা
হইছিল কৃর্তনখোলার বট তলায়
সেই থেইকা মোর মনের মালা, দেছেলাম তোমার গলায় ।।

 

এর পরে বহুত দেহা হরছি রেষ্টুরেন্ট রয়েলে
বাদাম কিন্না খাইছি দুইজান, বিএম কলেজ সয়েলে ।
অনেক দিন কাটায়া দিলাম, দিল কাত হয়না ফুয়েলে

একদিন গেলাম গাবখান ব্রীজ, ঘোরতে তোমারে লইয়া
এরপর গেলাম পেয়ারা বাগান, ঝালকাঠীর পথ ধইরা ।
বরিশাল শিশু পার্ক আইলাম, মান সম্মান মাথায় থুবাইয়া ।।

 

দপদপিয়া ব্রীজে দুইজন ছিলাম মোরা দ্বাঁড়াইয়া
অনেকক্ষণ পর দেখলাম তোমার হাতটি দেলা বাড়াইয়া ।
বুঁকের ভিতর কাঁপন অইলো চোখ গেলো মোর তারাইয়া ।।

 

বেহুশ হইয়া পইরা আছি, জ্ঞান গেছে হারাইয়া
তুমি শুধু কান্তে আছো বুকে মাথা জড়াইয়া ।
মানুষজনের ভীর দেইখা মুই গেছেলাম যে ডরাইয়া ।।

 

হঠাৎ কইরা উইঠা দেখি বিছনায় আছি হুইয়া
ভাবলাম শুধু স্বপ্ন দেখি, ছেড়া কাঁথাতে শুইয়া ।
হাসতে হাসতে ঘুম থেইকা মুই উইঠা যে পরলাম বইয়া।

লেখক:

মো: জহিরুল ইসলাম (রাজু) বিএ, অনার্স, এম,এ, এলএল’বি, এমবিএ। কন্ঠ শিল্পী বাংলাদেশ বেতার, সদস্য বিনামূল্যে আইন সহায়তা কমিটি, স্কাউটার বাংলাদেশ স্কাউটস, প্রাক্তন সার্জেন্ট-বিএনসিসি-নৌ শাখা, লেখক ও কবি। ফোন ০১৭১১৩০০৪৭৬

ভালো থেকো প্রিয়;মোঃ জহিরুল ইসলাম

 

https://www.youtube.com/watch?v=WGVjKqK_Rpw&list=RDWGVjKqK_Rpw&start_radio=1



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »