যখন মনে হবে আপনার শ্রমই সবচেয়ে কঠিন তখন অন্য শ্রমজীবীদের দেখুন
পরিবারের সদস্যদের প্রতি গুরুত্ব দিন

পরিবারের চেয়ে পৃথিবীতে অন্যকোন ব্যক্তিই গুরুত্বপূর্ণ নয় সে-যে-ই হোক, পরিবারের প্রতিটি মুহুর্ত গুরুত্বপূর্ণ তা ছোট বড় প্রতিটি সদস্যর জন্য। পৃথিবীতে কোন মানুষই পরিপূর্ণ নয় সুতরাং কারো বিষয় নেতিবাচক ভাবনা থেকে দূরে সরে আসুন একটু ইতিবাচ হন দেখবেন জীবন বদলে যাবে। অপ্রয়জনীয় কোন বিষয়/বস্তু সরংক্ষণ করবেন না হোক সেটা ঘরে বা মনে উভয় যায়গায় ময়লার স্তুপ বাড়বে ।
পরিবারের কাউকে যদি একেবারেই ভালো না লাগে কিছুটা মানিয়ে নিন, জীবন তো খুবই ক্ষণস্থায়ী। পরপারে ভালো কিছুর জন্য অপেক্ষা করুন । সব সময় শুকরিয়া আদায় করতে শিখুন যখন মনে অহংকার আসবে পিছনের খারাপ দিকগুলো চিন্তা করবেন । কঠিন পেশাগুলো কষ্টের মানুষগুলোর দিকে তাকাবেন ।
যখন মনে হবে আপনার শ্রমই সবচেয়ে কঠিন তখন অন্য শ্রমজীবীদের দেখুন ।
মন খারাপ থাকলে গান শুনুন ভালো লাগবে । একা থাকা পরিহার করুন ।