এক মাসের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ থাকছে ফেসবুকে

Spread the love

আগামী এক মাসের জন্য স’ব রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ রা’খার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। যুক্তরা’ষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনলাইনে অনেক ভুল তথ্য প্রচার করা হ’য়েছিল- এমন পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নি’য়েছে সংস্থাটি।

ফেসবুক তাদের প্ল্যাটফর্মে বিভ্রা’ন্তিমূলক বিজ্ঞাপন আপাতত বন্ধ রেখে’ছে। ফে’সবুক বিজ্ঞাপনদাতাদের বলেছিল, এ নিষেধাজ্ঞা আরও এক মাস স্থায়ী হবে। এর আ’গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের বৈধ’তার চ্যালেঞ্জ অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে এ সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় নি’র্বাচন সম্পর্কে বিভ্রান্তিকর দা’বি করেছেন। সামাজিক যোগা’যোগ মাধ্যমগুলো নির্বাচনের ভুল তথ্য রোধ করার জন্য কিছু পদ’ক্ষেপ হাতে নিয়েছে, যেমন- ফেসবুকের লা’ইভ ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কি’ছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি যু’ক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে মিথ্যা ত’থ্য ছড়ানোর অভিযোগে দে’শটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স’মর্থকদের একটি গ্রুপ মু’ছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গ্রুপ’টির নাম ‘স্টপ দ্য স্টিল’।

ট্রাম্প হা’রলে বিক্ষোভ করবে বলে বারবার ফেস’বুকে প্রচার করতে থাকলে ফে’সবুক কর্তৃপক্ষ এ গ্রুপটি মুছে দে’য়। গ্রুপটিতে দুই দিনে সা’ড়ে ৩ লাখের বেশি সদস্য এবং সাত হা’জারের কাছাকাছি পো’স্ট হয়েছিল।

ফেসবুক কর্তৃপক্ষ জা’নায়, ট্রাম্প সমর্থকদের এই গ্রুপটি ভুল তথ্য ও হিং’সাত্মক বার্তা ছড়াচ্ছিল। ডে’মোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির ভিত্তিহীন অ’ভিযোগ তুলে সংঘবদ্ধ বিক্ষোভের উ’সকানি দিচ্ছিল তারা।
এছাড়া, যুক্ত’রাষ্ট্রের নির্বাচনের পরদিন একের প’র এক ভিত্তিহীন টুইট ও ফেসবুক পোস্ট দিয়ে’ছেন ট্রাম্প। এসব সা’মাল দিতে প্রতিষ্ঠান দু’টিকে হিম’শিম খেতে হচ্ছে।

এক সাক্ষাৎকা’রে ফেসবুকের প্রতিষ্ঠাতা মা’র্ক জাকারবার্গ বলেছেন, ফে’সবুক সবার। এটা সো’শ্যাল মিডিয়া। আন্দোলনের প্ল্যা’টফর্ম করা যাবে না।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »