ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত

Spread the love

প‌শ্চিম-মধ্য ব‌ঙ্গো’পসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য ব‌ঙ্গোপসাগর এ’লাকায় অবস্থানরত লঘুচা‌পের পরিপ্রে’ক্ষিতে ঘূর্ণিঝড় মোকা‌বিলায় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এক জরুরি’ সভা অনুষ্ঠিত হ’য়েছে।

বৃহস্প’তিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা’কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এ স’ভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রা’ণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যো’গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরি’চালক আতিকুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন ম’ন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মক’র্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্র’স্তুতি হি‌সে‌বে সামাজিক দূরত্ব বজায় রে‌খে আগাম সতর্কতামূ’লক বিজ্ঞ‌প্তি প্রচারের মাধ্যমে জনগণ‌কে স‌চেতন করার সিদ্ধান্ত নেয়া হয়। উপকূলীয় জে’লা প্রশাসনসমূহে সার্বক্ষণিক ক’ন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নে’য়া হয়। উপকূলীয় জেলা সমূহের আশ্রয়’কে‌ন্দ্রে শুকনা খাবার এবং শিশু খা‌দ্যসহ অ’ন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রা’খার সিদ্ধান্ত নেয়া হয়। জনগণ‌কে আ’শ্রয় কে‌ন্দ্রে নেয়ার জন্য পর্যাপ্ত’ যা’নবাহ‌ন প্রস্তুত রাখার সি’দ্ধান্তও গৃহীত হয়।

এছাড়াও ঘূর্ণিঝ’ড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র ৭৪ হাজার স্বেচ্ছা’সেবক কর্মী বাহিনীকে প্রস্তুত রা’খার সিদ্ধান্ত নে’য়া হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »