রায়হানের শরীরে ভোঁতা অস্ত্রের আঘাতই বেশি

Spread the love

সিলেটের বন্দরবাজার পুলি’শ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহত হ’ওয়ার ঘটনায় দ্বিতীয় ময়না’তদন্তের প্রতিবেদন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইন’ভেস্টিগেশনের (পিবিআই) প্রতিনিধিদলের কাছে হস্তা’ন্তর করা হয়েছে। গতকাল বৃহস্প’তিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল ক’লেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. শামসুল ইসলাম প্রতিবেদনটি হস্তা’ন্তর করেন। ওই প্রতিবেদনে বলা হ’য়েছে, ‘নিহত রায়হানের শরীরে ভোঁতা অ’স্ত্রের আঘাতই বেশি রয়েছে।’

রায়হা’ন হত্যার ঘটনায় সমালোচনার মুখে গত’কাল সিলেট মহানগর পুলিশ কমিশনার গো’লাম কিবরিয়াকে বদলি করা হয়েছে। তিনি আসছেন স্পেশাল সি’কিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যা’টালিয়নের (এসপিবিএন) উপমহাপ’রিদর্শক (ডিআইজি) হয়ে। তাঁর স্থলে সি’লেট মহানগর পুলিশের নতুন ক’মিশনার করা হয়েছে এসপিবিএনের ডি’আইজি নিশারুল আরিফকে।

রায়হানের দ্বিতীয় ময়’নাতদন্ত : ওসমানী মেডিক্যাল কলে’জের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. শামসুল ইসলাম কালের কণ্ঠকে জানান, দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনের স’ঙ্গে প্রথম প্রতিবেদনের সামঞ্জস্যহ পেয়েছে ফরেনসি’ক মেডিক্যাল বোর্ড। অতিরিক্ত আঘাতের কা’রণে রায়হানের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি ব’লেন, ‘ভোঁতা অস্ত্রের আঘাতের জখমই তার শরীরে বেশি ছিল।’ তবে এর বেশি কিছু ব’লতে রাজি হননি ফরেনসি’ক বিভাগের এই কর্মকর্তা।

গত ১১ অক্টোবর’ ভো’রে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামের এ’ক যুবক নিহত হন বলে অভিযোগ তোলেন তাঁর স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আ’খালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ই’সলামের ছেলে। পুলিশের পক্ষ থেকে প্র’থমে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটু’নিতে মারা গেছেন রায়’হান। তবে তাঁর পরিবারের সদ’স্যদের অভিযোগ, পুলিশ ধরে নি’য়ে নি’র্যাতন করে’ রায়হানকে হত্যা করেছে। পরিবা’রের অভিযোগের ভিত্তিতে তদন্ত ক’মিটি করে সিলেট মহানগর পুলিশ। তদন্ত কমিটি অ’ভিযোগের স’ত্যতা পায়। এ ঘটনায় এরপর ব’ন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রা’প্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁ’ইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখা’স্ত করা হয়। একই সঙ্গে তিন পুলি’শ সদস্যকে ফাঁড়ি থেকে প্র’ত্যাহার করা হয়। ঘটনা’র পর থেকে ‘এসআই আকবর পলাতক র’য়েছেন।

এদি’কে রায়হান হত্যার ঘটনার রাতে’ই নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়ে’কজনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা দা’য়ের করেন। পরবর্তী সময়ে মাম’লাটির তদন্তভার পিবিআইয়ের কা’ছে হস্তান্তর করা হয়। গত ১৪ অক্টোবর মঙ্গলবার থেকে তদ’ন্ত শুরু করে পিবিআই। পরদিন বৃহ’স্পতিবার জেলা ম্যাজিস্ট্রেটের অনু’মতি নিয়ে রায়হানের মর’দেহ কবর থেকে উত্তোলন করে দ্বি’তীয় দফায় ময়নাতদন্ত করা হয়। এর এ’ক সপ্তাহ পর গতকাল প্রতিবেদন দে’য়া হলো।

কমি’শনার গোলাম কিবরিয়াকে বদলি : স্বরাষ্ট্র মন্ত্রণাল’য়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট মহান’গর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিব’রিয়াকে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের আ’রো ১৮ কর্মকর্তাকে বদলি/পদায়নের আদেশ দে’ওয়া হয়েছে। বদলির কারণ হিসেবে প্রজ্ঞাপ’নে ‘জনস্বার্থ’ উল্লেখ করে তা অবিলম্বে কা’র্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৬ সালের ২৮ নভেম্বর এসএমপির কমিশনার হিসেবে গোলাম কিবরি’য়াকে পদায়ন করা হয়।বিষ’য়টি নিশ্চিত করেছেন স্ব’রাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বি’ভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জ’য় কুমার দাস। তিনি গণমা’ধ্যমকে বলেন, ‘নি’য়মিত বদলির অংশ হিসে’বে এসএমপির পুলিশ কমি’শনারকে বদলি করা হয়েছে।’



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »