‘আলুর দাম ঠেকেছে ৬০ টাকায়’

Spread the love

আলুর দামের লাগাম টানতে এবার টি’সিবির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স’রকার। ২ থেকে ৩ দিনের মধ্যে ২৫ টাকা কেজি দরে আলু বি’ক্রি করা হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিকেলে স’চিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ’কথা বলেন।

তিনি আরো বলেন, কৃ’ষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দাম বা’স্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। আর ব’র্তমান দাম অস্বাভাবিক স্বীকার করে ব্য’বসায়ীরা মনে করেন, আলুর দাম খুচরা প’র্যায়ে ৩৫ থেকে ৪০ টাকা হলে যৌক্তিক।

অযৌক্তিক নানা অজুহাতে প্রায়ই অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। সম্প্রতি আলুর বা’জারে যার প্রভাব হয়ে ওঠে পরিস্কার। কোল্ড স্টোরেজ থেকে ২৩ টাকা পা’ইকারি পর্যায়ে ২৫ ও খুচরা বাজারে ৩০ টাকা দাম নি’র্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। এ দাম কা’র্যকর তো হয়ইনি বরং দাম ঠেকেছে ৬০ টাকায়।

তবে কোনো ঘাটতি নেই বলছেন বা’ণিজ্যমন্ত্রী, আর কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন, এ বছর ১০ লাখ টন আলু ক’ম মজুদ হয়েছে।

তবে, আলুর দাম বাড়ার পেছ’নে বন্যা, চাহিদা বাড়ানোর মতো ঠুনকো যুক্তি দিলেও পাইকারি ব্য’বসায়ীরা স্বীকার করেন ব’র্তমান দাম অযৌক্তিক।

এ অ’বস্থায় ভোক্তাদের জন্য নির্ধারিত দাম কার্যকর করার ক’ঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেন বা’ণিজ্যমন্ত্রী।

কো’ল্ড স্টোরেজ মালিক অ্যাসোসিয়েশনের ত’থ্যমতে, সারা দেশের কোল্ড স্টোরেজে ৪৫ লাখ টন আলু ম’জুদ হয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »