নারীকে বিবস্ত্র করে নির্যাতন; সাংবাদিকদের হয়রানির চেষ্টা আসামিদের

Spread the love

নো’য়াখালীর একলাশপুরে বিবস্ত্র করে না’রীকে নির্যাতনের ঘটনার আ’সামিদের সহযোগীরা এবার সাং’বাদিকদের হয়রানির চে’ষ্টা করছে বলে অ’ভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, নো’য়াখালীসহ দেশব্যাপী আলোচিত সেই বিবস্ত্রকারী নারীকে নি’র্যাতনের ঘটনায় প্রিন্ট ও ইলেকট্রিক মি’ডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সম্প্রতি গত ১২ই অ’ক্টোবর দুপুরে ঘটনার মূল হোতা দে’লোয়ার বাহিনী ও সোহাগ মেম্বারের বিষয়ে অ’নুসন্ধানী সংবাদ সংগ্রহে জয়কৃষ্ণপুর গ্রামে গেলে ক্ষি’প্ত হয়ে নিউজ টোয়েন্টিফোর ও বাং’লাদেশ প্রতিদিনের জেলা প্রতি’নিধিসহ কয়েকজন সংবাদ কর্মীর উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে এবং তাদের ক্যামেরা ও মে’মোরী কার্ড ছিনিয়ে নিয়ে যায় ঐ নির্যাতন মা’মলা আসামি সোহাগ মেম্বারের স’হযোগীরা।

এ ঘটনায় বে’গমগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পে’শাগত কাজে সাংবাদিকরা গে’লেও এদিকে ঘটনাকে ধামা চাপা ও ভি’ন্ন খাতে নেওয়ার জন্য একটি মহল সোহাগ মে’ম্বারের স্ত্রীকে দিয়ে নানা ভাবে হ’য়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

নো’য়াখালী পুলিশ সুপার মো. আলম’গীর হোসেন জানান, সাং’বাদিকদের বিরুদ্ধে মিথ্যা নাট’ক সাজিয়ে এ বিষ’য়ে কেউ ষড়’যন্ত্র ক’রতে পারবে না। বেগমগঞ্জ থানার নবাগত ভা”রপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, এ জাতীয় অ’ভিযোগের কোন ভিত্তি নেই।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »