মিয়ানমার থেকে এলো আরও ২৪ টন পিয়াজ

Spread the love

মি’য়ানমার থেকে একদিনে ২৪ টন পি’য়াজ টেকনাফ স্থলবন্দরে এ’সেছে। বুধবার স’কালে একটি ট্রলারে পি’য়াজগুলো স্থ’লবন্দর ঘাটে এসে পৌঁ’ছায়।এর আগে সর্বশেষ ১৩ অ’ক্টোবর মঙ্গলবার এ বন্দর দিয়ে পি’য়াজের ট্রলার এসেছিল।

গত সে’প্টেম্বর ও চলতি মাসে মিয়ানমার থেকে নৌ’পথে আট দফায় ৪০৮ টন পি’য়াজ আমদানি করা হয়েছে। এ তথ্য নি’শ্চিত করেছেন টে’কনাফ স্থলবন্দরের শুল্ক কর্ম’কর্তা মোহাম্মদ নাছির উদ্দিন।

তিনি বলেন, বুধবার এক’দিনে আবু আহমদ নামে এক ব্যবসায়ী মিয়ানমার থেকে আ’মদানি করেন ২৪ দশ’মিক ৮৯০ টন পি’য়াজ। চাহিদা অনুযায়ী আমদানি বা’ড়াতে পিয়াজ ব্য’বসায়ীদের আরও উৎসাহিত করা হ’চ্ছে।

টে’কনাফ শুল্ক বিভাগ জানায়, টে’কনাফ শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী মি’য়ানমার থেকে এ বন্দর দিয়ে গত ব’ছরের আগস্ট মাসে ৮৪ টন, সে’প্টেম্বরে তিন হাজার ৫৭৩ টন, অ’ক্টোবরে ২০ হাজার ৮৪৩ টন, নভেম্বরে ২১ হাজার ৫৬০ টন পি’য়াজ আ’মদানি হয়। এ ছাড়া চ’লতি বছরের জুলাই মাসে এসে’ছিল ৮৩ টন পি’য়াজ। সেপ্টেম্বরে ৫৭ টন পি’য়াজ এসেছিল। ১৩ অক্টোবর ২২ টন পি’য়াজ আসে।

টেকনাফ স্থ’লবন্দরের আমদানিকারক আবু আহমদ ব’লেন, বুধবার সকালে ২৪ টন পি’য়াজ এসেছে। আরও পেঁ’য়াজ ভর্তি ট্রলার আ’সার পথে রয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »