বরিশালের সেই ৪ শিশুকে অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু

Spread the love

বরিশালের বা’কেরগঞ্জে ৬ বছরের এক শি’শু ধর্ষণ মামলায় যশো’র কিশোর উন্ন’য়ন কেন্দ্রে বন্দি ৪ শিশু’কে বৃহস্পতি’বার (৮ অক্টো’বর) রাতের মধ্যে জা’মিনে মুক্তি দিয়ে তাদে’র অভিভা’বকদের কাছে পৌঁ’ছে দেয়ার নির্দে’শ দিয়েছে’ন আদা’লত। হাইকো’র্টের নির্দে’শে বৃহস্প”তিবার রাত সাড়ে ১০টার দিকে বরি’শালের শিশু আ’দালতের বিচারক আ’বু শামীম আ’জাদ এই নির্দে’শ দেন।

আদাল’তের এই নির্দেশ বাস্তবায়নের জন্য জে’লা ও পুলিশ প্রশাস’নকে নির্দেশ দিয়েছেন আ’দালত। বরিশা’ল জেলা ও পু’লিশ প্রশাসন, বরি’শাল কেন্দ্রীয় কারাগা’র, যশোর কিশো’র উন্নয়ন কেন্দ্র এবং সে’খানকার স্থানীয় প্রশা’সন ও পুলিশে’র সহায়’তায় আজ রাতের মধ্যে শি’শু আদালতে’র নির্দেশ বাস্ত’বায়নের কার্যক্র’ম চলছে।

বরিশা’লের জেলা প্রশা’সক এসএম অজি’য়র রহমান জানান, হাইকো’র্ট বৃহস্পতিবার রাতে’র মধ্যে ওই ৪ শি’শুকে জামি’নে মুক্তি দিয়ে’ তাদের অভিভাবক’দের হেফাজ’তে পৌঁছে দেয়া’র জন্য বরি’শালের শিশু আদা’লতের প্রতি নি’র্দেশ দেন। রাত ১০টার দি’কে বরি’শাল শিশু আদাল’তের বিচারক আবু শা’মীম আজাদ এক আ’দেশে ওই ৪ শিশু’কে আইনী প্র’ক্রিয়ায় জামি’ন দিয়ে রা’তের মধ্যে তা’দের অভি’ভাবকদের কা’ছে পৌঁছে দে’য়ার নির্দেশ দে’ন। আদাল’তের আ’দেশ বরিশা’ল কেন্দ্রীয় কা’রাগারে পাঠা’নো হয়। সেখান থেকে ওই আদে’শ পাঠানো হয় য’শোর কিশোর উন্নয়ন কে’ন্দ্রে। বরিশাল থে’কে যথাযথ ব্যব’স্থায় যশোর গি’য়ে সেখান থেকে ওই শি’শুকে আনা অনেক সময়ের ব্যা’পার। তাই সেখানকার প্র’শাসন ও পুলিশের সহায়’তায় বিশেষ ব্যবস্থায় কিশোর উন্নয়ন কে’ন্দ্র থেকে ওই ৪ শি’শুকে বরিশালে আনার প্রক্রি’য় চলছে। যশো’র থেকে আস’তে বেশ কয়ে’ক ঘন্টা সময় লাগবে। সে ক্ষে’ত্রে তাদের বরিশা’লে নিয়ে আস’তে সকাল হয়ে যা’বে। শিশুদের বরি’শাল এনেই বাকেরগ’ঞ্জে তাদের অভি’ভাবকদের কাছে পৌঁ’ছে দেয়ার প্রক্রিয়া চলছে বলে জা’নান জেলা প্রশাসক এসএম অ’জিয়র রহমান।

এর আ’গে গত বুধবার (৭ অক্টোবর) বি’কেলে বরিশা’লের সিনিয়র জুডিশি’য়াল ম্যাজিস্ট্রেট বাকে’রগঞ্জ আমলী আদাল’তের বিচারক মো. এনায়ে’তুল্লাহ ওই ৪ শিশুকে যশোর কি’শোর উন্নয়ন কেন্দ্রে প্রের’ণের নির্দেশ দেন। ওই আ’দেশ বলে ওইদিন স’ন্ধ্যায় আদালত থেকে প্রিজন ভ্যানে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ। নেয়ার সময় শিশুদের গগন বিদারী চিৎকার সক’লের হৃদয়ে নাড়া দেয়। এ স’ক্রান্ত সংবাদ বাংলাদেশ প্র’তিদিন প্রত্রিকায় প্রকাশ হলে বিষ’য়টি হাইকোর্টে’র নজরে’ আসে। হাইকোর্ট বৃহস্পতি’বার রাতের মধ্যে ওই ৪ শিশুকে জা’মিন দিয়ে তাদের অভিভাবকদের জিন্মা’য় পৌঁছে দেয়ার জন্য বরিশালের শিশু আদা’লতের প্রতি নি’র্দেশ দেন।

মাম’লার এজাহারে শি’শু সাইদুল ইসলামে’র বয়স ১১ এবং সো’লায়মান ইসলাম তা’মিম, হাফিজুল ইসলা’ম লাবিব ও শা’ওন হাও’লাদারের বয়স ১০ বছর দেখা’নো হলেও দৃশ্যত তাদে’র বয়স ৭ থেকে ৯ বছ’রের মধ্যে। গত রবি’বার ৪ অক্টোব’র বিকেলে ৬ বছরে ব’য়সের কন্যা শি’শু এক খেলার সা’থীকে ধর্ষ’ণের অভিযোগে তার বা’বা ওই ৪ শি’শুর বিরুদ্ধে গত মঙ্গ’লবার বা’কেরগঞ্জ থা’নায় নারী ও শিশু নির্যা’তন আইনে একটি মা’মলা করেন। পুলিশ মঙ্গল’বার ৪ শিশুকে গ্রেফ’তার করে পরদিন বুধবার (৭ অক্টোবর) আদা’লতে সোপর্দ কর’লে বিচারক তা’দের কিশোর উ’ন্নয়ন কেন্দ্রে প্রের’ণের নির্দেশ দেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »