চবি’তে ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল

Spread the love

দেশ’জুড়ে ধর্ষণের প্রতি’বাদে মশাল মি’ছিল করেছে চট্ট’গ্রাম বিশ্ববিদ্যাল’য়ের (চবি) শি’ক্ষার্থীরা। বিশ্ববি’দ্যালয়ের সাধা’রণ শিক্ষা’র্থীদের ব্যানারে মি’ছিলটি আয়ো’জিত করা হয়। বুধবা’র (৭ অক্টোবর) স’ন্ধ্যা ৭টার দিকে বি’শ্ববিদ্যালয়ের জি’রো পয়েন্ট থেকে মিছি’লটি শুরু হয়ে বিশ্ববি’দ্যালয়ের বিভিন্ন গু’রুত্বপূর্ণ সড়ক প্র’দক্ষিণ করে জ’য় বাংলা চ’ত্বরে এসে শে’ষ হয়।

মি’ছিল পরবর্তী সমা’বেশে বক্তারা বলে’ন, রাষ্ট্রের গত এক স’প্তাহের সংবাদগু’লো বিশ্লে’ষণ করলে দেখা যায় একটা’র পর একটা ধর্ষ’ণ ঘটে চলেছে। একটা ঘট’নার বিচার চাওয়ার আ’গেই আরেকটি ঘটনা ঘটে যা’চ্ছে। কি’ছুদিন আগে স্ব’রাষ্ট্রমন্ত্রী যে অবি’বেচক বক্তব্য দিয়ে’ছেন, তারপরে ধর্ষ’ণের হার আগের চে’য়ে অনেক বেশি বে’ড়ে গেছে।

এস’ময় তারা আরও বলেন, পাহা’ড়-সমতল কোথা’ও এখন শা’ন্তি নাই। সবখা’নেই ধ’র্ষণ ঘটে চলছে। বিচা’রহীনতার সং’স্কৃতি ও বিচা’র ব্যবস্থায় ক্ষম’তাসীনদের জন্যই এস’ব ঘটনা ঘটছে। দ্রুত’ই এসব ঘটনা’র বিচার করে দোষী’দের সর্বো’চ্চ শাস্তি দি’তে হবে।

সমাবে’শে সাধারণ শিক্ষা’র্থীদের সাথে একা’ত্বতা জানিয়ে বক্ত’ব্য রাখেন সমাজ’তত্ত্ব বিভা’গের সহকারী অ’ধ্যাপক মাইদুল ইসলাম, সমাজ’তত্ত্ব বিভাগের সাবেক শিক্ষা’র্থী রোজিনা বেগম, ছাত্র ইউনি’য়ন চবি সংস’দের সভাপ’তি গৌ’রচাঁদ ঠাকুর, সমাজ’তান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) সা’ধারণ সম্পাদক সায়মা আ’ক্তার নিশু, পাহা’ড়ি ছাত্র পরিষ’দের (ইউপি’ডিএফ) পক্ষ থেকে রো’নাল চাকমা, পাহা’ড়ি ছাত্র পরিষদের (জেএসএস) শ্রাবণ চা’কমাসহ আরও অনে’কে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »