কৃত্রিম সাহায্যে দেখার আগেই স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিকর কনটেন্ট সরিয়ে ফেলবে ফেসবুক

Spread the love

কৃত্রিম বু’দ্ধিমত্তার সাহায্যে দেখার আ’গেই স্বয়ংক্রিয়ভাবে ক্ষ’তিকর কনটেন্ট শনাক্ত ক’রে তা সরিয়ে ফেলবে ফেসবুক। ই’তোমধ্যে পোস্ট প্রকাশের নী’তিমালা বা কমিউনিটি স্ট্যা’ন্ডার্ড পরিপন্থী বি’ষয়বস্তু সরিয়ে ফেলেছে জন’প্রিয় এই সামাজিক যো’গাযোগ মাধ্যম।

কৃত্তিম বু’দ্ধিমত্তা প্রযুক্তির উন্নতির ফলে এখন থে’কে ভাইরাল কনটেন্ট প্রধান্য দিয়ে প’র্যালোচনা করা হচ্ছে এবং তা প্র’যুক্তিগত নিয়ন্ত্রণের আ’ওতায় আনা হচ্ছে এমন তথ্য জানা’লেন ফেসবুকের ক’মিউনিটি ইনটেগরিটি টিমের রা’য়ান বারনেস এবং ক্রিস পাওলো।

মঙ্গ’লবার (১৭ নভেম্বর) ভা’র্চ্যুয়াল প্লাটফর্মে সংবাদ সম্মেলন ক’রেন ফেসবুক কর্মকর্তারা।

সে সময় রায়ান বা’রনেস জানান, চলতি বছ’রের এপ্রিল থেকে জু’নের মধ্যে ৯৯ দশমিক ৬ শতাংশ ভুয়া এ’কাউন্ট, ৯৯ দশমিক ৮ শতাংশ স্প্যা’ম, ৯৯ দশমিক ৫ শতাংশ সহিংসতা’মূলক ও গ্রাফিক ক’নটেন্ট, ৯৮ দশমিক ৫ শতাংশ স’ন্ত্রাসীমূলক ৯৯ দশমিক ৩ শতাংশ শি’শু নগ্নতা ও যৌন নিপীড়নমূলক এ’বং ৯৫ শতাংশ অ’ন্যান্য ক্ষতিকর ও নীতি’মালা পরিপন্থী কনটেন্ট অ’পসারণ করা হয়েছে।

এসব কাজের ‘জন্য ৫০টিরও বেশি ভাষায় কনটেন্ট প’র্যালোচনা করতে পারেন এমন প্রা’য় ১৫ হাজার কন’টেন্ট পর্যবেক্ষক রয়েছে ফেসবুকে। যে টি’ম বিশ্বের ২০ টিরও বেশি সা’ইটে কাজ করে থাকে। এ’মনকি যে কোনও সময়, যে কো’নও স্থান থেকে সার্বক্ষণিক পর্যালোচনা করে’ন বলেও জানান তি’নি।

তবে ক্ষ’তিকর কোনো লিংক শেয়ার হচ্ছে কি’না এমন পর্যবেক্ষণ ছা’ড়া ম্যাসেঞ্জারে ব্যক্তিগত ত’থ্য আদান প্রদান দে’খা হয় না বলেও দা’বি ফে’সবুক কর্তৃপক্ষের।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »