বিনা খরচে আর ছবি রাখবে না গুগল ফটোজ

Spread the love

গুগল ফটোজ ব্যব’হারকারীদের জন্য দুঃসংবাদ দিল প্র’তিষ্ঠানটি। এবার থেকে ১৫ জি’বির বেশি গুগল ফ’টোজের জায়গা ব্যব’হার করতে হলে দিতে হবে টা’কা, ঘোষণা দি’য়েছে গুগল।

স্বাভাবিক কার’ণে যারা ক্লাউডে ছবি, ভিডিও সঞ্চয় করে রেখে ফোন বা ল্যা’পটপ খালি করে রা’খতে চান, এবার তা’দের দিতে হবে টাকা। ১ জুন ২০২১ সাল থে’কে এই নিয়ম কার্যকর করার ক’থা বলেছে গুগল।

অনেকেই হাই রে’জিলিউশন ভিডিো ও ছবি সেভ করে রা’খার জন্য গুগল ফটোজ ব্যব’হার করেন। তাদের জন্য এ’তদিন গুগলের এই পরিষেবা বিনা’মূল্যেই ছিল। গুগল ড্রাইভ ও জি-মে’লের একটি নির্দিষ্ট পরিষেবার প’র টাকা দিতে হ’তো। এবার থেকে গুগল ফটোজের ক্ষেত্রেও দি’তে হবে। তবে ২০২১ সালে ১ জুনে’র আগে এই বিষয়ে ছাড় থা’কছে।

গুগল ফ’টোজের ভাইস প্রেসিডেন্ট শিম্রিত বেন ইয়াইর বলেন, ‘১ জুনের আ’গে যে ছবি ও ভিডিও আপলোড করা হবে, সেগুলি ১৫ জিবির হিসা’বে ধরা হবে না। তারমানে যে ব্যাকআ’প ১ জুনের আগে হ’বে, সেগুলি বিনামূল্যে পাওয়া জায়গায় আ’ছে বলেই ধরা হবে। স্টো’রেজ লিমিটের ক্ষেত্রে আর এই সম’য়ের সেভ করা ছবি-ভিডিওে ধরা হবে না। ব্যা’ক আপ কোয়ালিটি দেখার জন্য যেকোনও সম’য় সিঙ্ক সেটিংয়ে গিয়ে ব্যব’হারকারী সেটিংস বদলাতে পারবেন।’

হিসা’ব অনুসারে দেখা যাচ্ছে, ব্যবহারকারীদের ম’ধ্যে ৮০ শতাংশ এই নিয়ম চা’লু হলেও গুগল ফোটো’জ বিনামূল্যে আগামী তিন বছর ব্যব’হার করতে পারবেন। তারপর স্টোরেজ লি’মিট ফুরিয়ে গেলেও যে’তে পারে। তবে তখনও ১৫ জি’বি ফুরিয়ে গেলে নতুন করে জায়’গা কিনতে হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »