ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী

ajkerjholok news

Spread the love

 

ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত।।

বরিশাল প্রতিনিধি: নোয়াখালী, খাগড়াছড়ি, সাভার, সিলেটসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, বর্বর নারী নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে আজ শনিবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে উদীচী বরিশাল জেলা সংসদ। সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণ। সমাবেশের শুরুতে উদীচীর শিল্পী-কর্মীরা প্রতিবাদী গণসংগীত পরিবেশন করে। অতঃপর সমাবেশে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাড. বিশ্বনাথ দাস মুনশী, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সনাক জেলা সভাপতি প্রফেসর শাহ সাজেদা, গণফোরাম জেলা সভাপতি অ্যাড. হিরণ কুমার দাস মিঠু, খেলাঘর জেলা সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাসদ জেলা সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, উদীচী বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস প্রমূখ। এছাড়াও একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বক্তারা বলেন, কোথাও থেমে নেই নারীর প্রতি নির্যাতন, ধর্ষণ, বর্বরতা। শহর কিংবা গ্রাম, সর্বত্র বাড়ছে পাশবিক-নৃংশসতা। সিলেট থেকে বেগমগঞ্জ, উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম-যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ‘এখনও চলছে আদিম বর্বরতা’। সাম্প্রতিক সময়ে সংঘটিত লাগাতার বর্বরতার ঘটনাগুলো মানুষের স্বাভাবিক জীবনে এবং সমাজে ফেলেছে নিরাপত্তাহীনতার কালো ছায়া। বাইরে বের হতে এখন নারীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। একবিংশ শতাব্দীর উন্নত ও আধুনিক বিশ্বে ‘পাশবিকতার ঘোর অন্ধকার’ যেন দানবীয় থাবায় ঘিরে ফেলেছে নারীদের। বাঁচতে পারছে না শিশু, বিধবা, আদিবাসী ও প্রতিবন্ধী নারীরাও।

বক্তারা আরও বলেন, সম্প্রতি সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে৷ আমাদের মা-বোনেরা আজ মুক্তভাবে চলাফেরা করার স্বাধীনতা হারিয়ে ফেলছেন। নারী নির্যাতনকারীরা অপরাধ করেও ধরা-ছোঁয়ার বাইরে থাকছে। অনেককে আবার আইনের আওতায় আনা হলেও নানাভাবে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। ফলে পরিবার-দেশ নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে।

উদীচী মনে করে দেশে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতির জন্যই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। নির্যাতনের ভয়ে নারী ঘরবন্দি হলে দেশের সকল খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সমাবেশে নারী ও শিশু সর্বোপরি সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতন ও ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল জেলা সংসদ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »