বিদেশি কারো সহায়তা নয় নিজস্ব চেষ্টায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা হয়েছে: জয়

Spread the love

প্রধানমন্ত্রীর আই’সি’টি বিষয়ক উপ’দেষ্টা সজীব ওয়াজেদ জয় বলে’ছেন, বিদেশি কারো সহায়তা নয়, নি’জস্ব চেষ্টায় ডিজিটাল বাং’লাদেশ বাস্তবায়ন করা হয়েছে। তি’নি বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ প্রতি’ষ্ঠিত হয়েছে বলেই, করোনা মহা’মারির মধ্যেও দেশের অর্থনীতি মু’খ থুবড়ে পড়েনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জ’য় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড পুর’স্কার বিতরণীর এক ভা’র্চুয়াল অনুষ্ঠানে জয় এ’সব কথা বলেন।

সজীব ওয়া’জেদ জয় বলেন, আওয়ামী লী’গ যতদিন ক্ষমতায় থাকবে, ত’ত’দিন দেশ এগিয়ে যাবে। আ’মরা সমাধান করতে চাই। যারা সমাধা’ন করতে চায়, আমরা তাদের সা’থে আছি। এটা নেই, ওটা নে’ই বলে নালিশ শুনতে শুন’তে কান ব্যথা হয়ে গেছে। যারা নেতৃত্ব দি’তে চায়, আমরা তাদের সাথে আ’ছি।

জয় আরও ব’লেন, ‘করোনা ভাই’রাসের কারণে মার্চ থেকে আ’মি দেশে আসতে পা’রছি না। এখন আ’মরা ভার্চুয়ালি রাষ্ট্র পরি’চালনা করছি।’

প্রধান’মন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলে’ন, দেশের মানুষই নিশ্চিত করবে কে আ’গামী দিনের নেতৃত্বে থাকবে। বঙ্গবন্ধু ধর্ম’নিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করে’ছেন। আমাদের রাষ্ট্রের তিনটি মূলনীতি স’বাইকে ধরে রাখতে হবে। এখা’নে হিন্দু, বৌ’দ্ধ-খ্রিষ্টান, নাস্তিক সবার অধিকার আছে।

দেশ গঠনে এ’গিয়ে আসা তরুণদের জন্য সর্বোচ্চ সম্মা’ননা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রা’খেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফ’রমেশন (সিআরআই) ট্রাস্টি ন’সরুল হামিদ।

সেন্টার ফর রিসা’র্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তরু’ণদের সংগঠন ইয়াং বাংলা ২০১৪ সা’লে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের ঐতি’হাসিক স্লোগান ‘জয় বাংলা’র নামে চালু ক’রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। দেশ গঠ’নে ও নিজ সমাজের উন্নয়নের জন্য কা’জ করে যাওয়া তরুণদের কাজের স্বী’কৃতি দিতে চালু করা হয় এই অ্যা’ওয়ার্ডের।

২০১৫ সাল থেকে ২০১৮ সা’ল পর্যন্ত ইয়াং বাংলা তরুণদে’র ১৩০ সংগঠনকে নিজ সমা’জের প্রতি গুরুত্বপূর্ণ দায়ি’ত্ব পালনের জন্য প্রদান করেছে জয় বাং’লা ইয়ুথ অ্যাওয়ার্ড। তাদের ম’ধ্যে অনেকেই পরবর্তীতে আন্ত’র্জাতিক বিভিন্ন সংগ’ঠন থেকে তাদের কাজের জন্য অর্জন করে’ছে পুরস্কার।

এবারো জয় বাং’লা ইয়ুথ অ্যাওয়ার্ডে আবেদন করে ১৮ থে’কে ৩৫ বছর বয়সী তরুণদের ৬০০ সং’গঠন। নারী ক্ষমতায়ন, শিশু অধিকার, বি’শেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষমতায়ন, যুব উ’ন্নয়ন, দরিদ্রদের উন্নয়ন, মাদকমুক্ত স’মাজ বিনির্মাণ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্র’ণে ভূমিকা রাখা, পরিবেশ সুরক্ষা, শিক্ষা, সংস্কৃ’তি, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদ’নসহ আরও বেশ কিছু ক্ষেত্রে অবদানের জ’ন্য এই সংগঠনগুলো থেকে বাছাই করে ৫০ সং’গঠনকে রাখা হয়েছে প্রাথমিক ‘জ’য় বাংলা ইয়ুথ অ্যা’ওয়ার্ড-২০২০’ বিজয়ীর তা’লিকায়।

প্রথম পর্যায়ে এ’বার মোট ছয়টি সাব ক্যাটাগরিতে ‘জ’য় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্র’দান করা হবে। ক্যাটাগরিগুলোর ম’ধ্যে ছিল- নারীর ক্ষমতা’য়ন, শিশু অধিকার, প্রতিবন্ধীদের ক্ষম’তায়ন, ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে প’ড়া মানুষের ক্ষমতায়ন, চরম দ’রিদ্রদের ক্ষমতায়ন ও যু’ব উন্নয়ন।

দ্বিতীয় পর্যায়ে সা’তটি সাব ক্যাটাগরিতে অ্যা’ওয়ার্ড প্রদান করা হবে। নির্ধারিত ক্যা’টাগরিগুলো হলো- মাদকবিরোধী সচে’তনতা কার্যক্রম, ক’রোনা ভাইরাস প্রতিরোধে জরুরি কা’র্যক্রম, পরিবেশ এবং জলবায়ু পরি’বর্তন সম্পর্কিত কার্যক্রম, স্বাস্থ্য শি’ক্ষা এবং সচেতনতা কা’র্যক্রম, সামাজিক-সাংস্কৃতিক উ’দ্যোগ এবং দুর্যোগ মোকাবিলা ও ঝুঁ’কি হ্রাস।

প্রায় তিন ‘লাখ সদস্য, ৫০ হাজারের বে’শি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বে’শি সংগঠনকে সঙ্গে নি’য়ে চলা ‘ইয়াং বাংলা’র লক্ষ্য- ‘ভিশন-২০২১’ এ দে’শের উন্নয়নমূলক ক’র্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরা’সরি অন্তর্ভুক্ত করা এবং তা’দের নতুন ধারণা ও উদ্ভাবনকে বি’শ্বে তুলে ধরা।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »