নারীদের আইপিএলে জাহানারার ভেলকি

Spread the love

নারীদের আইপিএল না’মে খ্যাত ওমেন্স টি-টোয়েন্টি চ্যা’লেঞ্জে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈ’পুন্য দেখালেন বাংলাদেশী পেসার জাহানা’রা আলম। তার দারুণ পারফরম্যান্সে আসরে শুভ’সূচনা করলো জা’হানারার দল ভেলোসিটি। শেষ ওভা’রের রোমাঞ্চে ভরা ম্যাচে সুপারনো’ভাকে তারা হারালো ৫ উইকেটে। 

প্রথমে ব্যাট করে ১২৬ রান করে সু’পারনোভাস। ২ উইকেট পান জা’হানারা আলম। জবাবে ৫ উইকেট হারিয়েই জ’য়ের বন্দরে পৌঁ’ছে যায় ভেলোসিটি।

শার’জাহ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সি”দ্ধান্ত নেন ভেলোসিটির অধিনায়ক মি’থালি রাজ। শুরুটাও ভা’লো করেন তার বোলাররা। ৪২ রানে দুই উইকেট হারায় সু’পারনোভা। এরপর আতাপা’ত্তুর সঙ্গে দলের হাল ধরেন হারমান’প্রিত কর। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেন নি তারা। লাল সবু’জের প্রতিনিধি জাহানারার বো’লিং তোপে আবারো উল’টপালট হয়ে যায় নোভার ইনিংস। আ’তাপাত্তুকে ৪৪ রানে কৃষ্ণমূর্তির ক্যাচ বা’নান টাইগ্রেস বোলার। আর হা’রমানপ্রিত ফিরেছেন পাণ্ডের ক্যা’চ হয়ে। এ’রপর আর কেউ দলের হাল ধ’রতে না পারায় ১২৬ রানেই থামে সু’পারনোভা।

জবাব দি’তে নেমে একবারেই স্ব’স্তিতে ছিলোনা ভেলোসিটি। রা’নের খাতা খোলার আ’গেই সাজঘরে ফিরেন ও’য়াট। অধিনায়ক মিথালির সংগ্রহ ৭ রা’ন। আর শেফালি ভার্মা চে’ষ্টা করলেও পারেন নি। তবে দ’লের প্রয়োজন মতো ঠিকই দাঁ’ড়িয়ে যান সুষমা ভার্মা এবং সু’ন লুস। দুজনের ব্যা’টে ভর করে জয়ের সুবাতাস পা’য় ভেলোসিটি। শেষ ওভা’রের রোমাঞ্চে ৫ উ’ইকেট হাতে রে’খেই সুষমার কৃতিত্বে জ’য় তুলে নেয় তারা।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »