মেসিকে বের করে দিতে চেয়েছিলেন সেতিয়েন?

Spread the love

বার্সেলোনা সু’পারস্টার লিওনেল মেসির সঙ্গে কো’চ কিকে সেতিয়েনের বোঝাপড়া যে ভালো ছিল না সেটি পরিষ্কার। আগেও এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে গণমাধ্য’মে। তবে এবার সেতিয়েন যে’টি বললেন, তাতে মাথায় আকাশ ভেঙে পড়বে যে কারো। তিনি নাকি মেসিকে বলেছি’লেন, ‘আমার কথা পছন্দ না’ হলে ক্লাব থেকে বেরিয়ে যাও’!

সম্প্রতি এমন কথা ফাঁ’স করেছেন বার্সার এই সদ্য সাবে’ক কোচ নিজেই।

গেল মৌসুমের এ’কটি ভিডিও সেসময় খুব আলোড়ন তো’লে। ট্রেনিং সেশনে সহকা’রী কোচ এদের সারাবিয়ার কথা না শুনে তাকে সরাসরি এড়িয়ে যান মেসি। সেদিন আর্জে’ন্টাইন তারকার সঙ্গে কি ক’পকথন হয়েছিল কোচের? এমন প্রশ্নে কিকে সেতিয়েন বলেন, ‘আমি তাকে বলেছি আমার ক’থা যদি তোমার পছন্দ না হয় তা’হলে (ক্লাবের) দরজা খোলা আ’ছে, বেরিয়ে যাও’।

এমন কথোপকথনের কারণটাও জানি’য়েছে ‘স্প্যানিশ একটি রেডিও। গেল মৌ’সুমে সেল্টা ভিগোর বিপক্ষে ড্র’য়ের পর ক্ষেপে ওঠেন সেতিয়েন। প্লেয়ারদের শোনা’ন কড়া কথা। একপর্যা’য়ে সেটি যায় মেসির বি’পক্ষেও। আর্জেন্টাইন তারকা তখন তাকে অনুরোধ করেন, স’ম্মান জানিয়ে ফুট’বলারদের ‘সঙ্গে কথা বলতে। মেসির এমন ক’থার পরই তাকে ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার দরজা দেখিয়ে দে”ন সেতিয়েন।

অবশ্য কোচের অ’মন হুমকিতে মোটেও ঘাবড়ে যান’নি মেসি। তার কথা শু’নে মুচকি হেসে সরে পড়েন ক্ষুদে জাদুকর।

মাত্র ৮ মাস বার্সায় কোচের দায়িত্ব পাল’ন করা সেতিয়েন সম্প্রতি মুখ খুলে’ছেন ক্লাবে তার অভিজ্ঞতার বিষয়ে। সাক্ষাৎকারে মেসির প্রসঙ্গে তিনি বলেন, তাকে সাম’লানো খুবই মুশকিল।

সেতিয়েন বলেন, ‘বার্সা অধিনায়ক লি’ওনেল মেসিকে সামলানো কঠিন কা’জ। বিশ্বজুড়ে তার তারকাখ্যাতি থাকায় তার সমালোচনাও করা যায় না। মেসি অনে’ক কথা কম বলে। তাকে সামলানো অ’নেক বেশি কঠিন। মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবলে অনেক কিংবদন্তি খেলোয়াড় এসে’ছেন। কিন্তু মেসির ম’তো একটানা এত সময় কেউই নিজের ফর্ম ধরে রেখে খেলতে পা’রেনি, যা মেসি প্রতিনিয়ত করে দেখা’চ্ছে।’

তিনি আরও বলে’ন, ‘মেসিকে বদলানোর আ’মি কে? বার্সেলোনা তাকে এভা’বেই বছরের পর বছর ধ’রে মেনে নিয়েছে। সেখানে তাকে বদলানোর চে’ষ্টা করার প্রশ্নই ওঠে না। মে’র অনেক দিক সামলানো কঠি’ন। মেসি অনেক কম’ কথা বলে, তবে সে যা চায় তা ঠিকই ‘আদায় করে’ নেয়।’

চলতি বছ’রের জানুয়ারিতে ভালভা’র্দের বহিষ্কারের পর দা’য়িত্ব নিয়েছিলেন কিকে সে’তিয়েন। তবে চ্যাম্পিয়ন্স লিগে বায়া’র্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবির দায় তার কাঁধে বর্তায়। ওই ম্যা’চের পরপরই কোচের পদ থেকে তা’কে বরখাস্ত করে রো’নাল্ড কোম্যা’নকে বার্সেলোনার কোচ হি’সেবে নিয়োগ দেয়া হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »