উপকূলীয় জেলেদের জীবিকায়ন ও জেন্ডার ন্যায্যতা বিষয়ে গবেষণার প্রতিবেদন চুড়ান্ত করণে মতবিনিময় সভা করেছে উদায়ন’

Ajkerjholok

Spread the love

উপকূলীয় জেলেদের জীবিকায়ন ও জেন্ডার ন্যায্যতা বিষয়ে গবেষণার প্রতিবেদন চুড়ান্ত করণে মতবিনিময় সভা করেছে উদায়ন’’

উক্ত আলোচনায় প্রোগাম সমন্বয়কারী মনজিলা আক্তার লিপি এর সঞ্চালনায় প্রোগ্রামটি জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু করেন। সকল অতিথিবৃন্দের স্ব স্ব পরিচয় এর মাধ্যমে প্রোগ্রাম এর আলোচনা শুরু হয়।

সহকারী পরিচালক কোষ্ট ট্রাষ্ট মোঃ জহিরুল ইসলাম, এর বক্তব্যে আজকের রিসার্স ভেলিডেশন ওয়ার্কশপ এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এবং বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে প্রোগ্রাম অফিসার মলয় কুমার তালুকদার উদয়ন – বাংলাদেশ, কোষ্ট ট্রাষ্ট এর ফিল্ড পর্যায়ে জরিপ ও ১০ টি মৎস্যজীবী গ্রুপ এর সাথে এফ জি ডি গ্রুপ প্রোগ্রাম এবং পরিকল্পনা প্রোগ্রাম এর বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – বর্তমানে নারীরা কোনো অবস্থাতেই আর পিছিয়ে নাই। জেন্ডার ভিত্তিক পার্থক্য অনেকটাই কমে আসছে। মৎস্যজীবীদের উন্নয়নে উদয়ন বাংলাদেশ এর মাহান উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আরো বলেন আগামী ১ সপ্তাহের মধ্যে মৎস্যজীবীদের নিয়ে ১ টি গ্রæপ করবেন এবং সরকারী ভাবে কোন সহায়তা করার সুযোগ থাকলে তিনি চেষ্টা করবেন। এছাড়া ও তিনি মৎস্যজীবীদের ট্রেনিং এর জন্য যুব উন্নয়ন এবং উদয়ন বাংলাদেশ এর প্রতি বিশেষ দৃষ্টি রাখেন।

বিশেষ অতিথি- শেখ আজগর আলী যুব উন্নয়ন অফিসার নারীদের উন্নয়ন এবং মৎস্যজীবীদের ট্রেনিং এর ব্যাপারে বিশেষ পরামর্শ রাখেন।
বিশেষ অতিথি -সাদিয়া সুলতানা – কৃষি অফিসার, বলেন জেন্ডার এন্ড কোষ্টাল একুয়াকালচার প্রকল্পের নাম হওয়ায় কৃষি অফিসের সাথে একটি বিশেষ যোগ সূত্র আছে যার কারনে কৃষি কাজের উপরে সুযোগ সুবিধা ও মৎস্য চাষীদের মৎস্য ঘেরের পাড়ে বা বাড়ির আঙিনায় সবজি চাষের পরমর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি- পূরবী রানী দাস, উপজেলা শিক্ষা অফিসার- শুভেচ্ছা বক্তব্য রাখেন। গ্রæপ লিডার শান্তি লতা হুই এবং গ্রæপ লিডার সেলিনা বেগম নিজ নিজ গ্রুপের এবং মৎস্য চাষীদের পক্ষে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সরকারী সাহায্য পাওয়ার আবেদন জানান।

সর্বশেষ সভাপতি জনাব প্রফেসর মোজাফ্ফর হোসেন, মৎস্য নারী উন্নয়নে নিজস্ব ভাষায় উদয়ন বাংলাদেশ এবং কোষ্ট ট্রাষ্ট কে ধন্যবাদ জানান, সকল সরকারী প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষিত করে মৎস্য ট্রেনিং বা অন্যন্য সুযোগ সুবিধা প্রদানের জন্য অনুরোধ জানান এবং সভার সমাপ্তি ঘোষনা করেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »